২১০তম মিটআপ গিয়ে বনভান্তের স্মৃতি মন্দির মগবান -এর অজানা তথ্য আবিস্কার

২১০তম মিটআপ গিয়ে বনভান্তের স্মৃতি মন্দির মগবান -এর অজানা তথ্য আবিস্কার

বাংলাদেশ লোকাল গাইড গত ১৯ এবং ২০মে ২০২৩ তারিখ, শুক্র ও শনিবার। রাঙ্গামাটি জেলায় একটি মেগা মিটআপ এর আয়োজন করে। বনভান্তের স্মৃতি মন্দির মগবান এর অবস্থান আমাদের মিটআপ এর পাশেই ছিল।

বনভান্তের স্মৃতি মন্দির মগবান, রাঙ্গামাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। এটি বাংলাদেশের রাঙ্গামাটি জেলায় অবস্থিত একটি বৌদ্ধ মন্দির যা গৌহাতি উপবনের মাধ্যমে সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত।

বনভান্তের স্মৃতি মন্দিরটি বুদ্ধধর্মের পুনরুদ্ধার ও সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এই মন্দিরে বুদ্ধদের স্মৃতি ও পূজা করার জন্য একটি প্রশান্ত ও আধ্যাত্মিক পরিবেশ নির্মিত করা হয়েছে। মন্দিরে বিভিন্ন বৌদ্ধ পুজার উপাসনা করা হয়, যেমন প্রতিদিনের পুজা, ধাম্মপাল প্রদর্শন, ধর্মীয় উপদেশ ইত্যাদি। এছাড়াও মন্দিরে বিভিন্ন ধর্মীয় উপকরণ, স্মৃতিচিহ্ন এবং বৌদ্ধ শিল্পকলা পাওয়া যায়।

বনভান্তের স্মৃতি মন্দিরের চমৎকার দৃশ্যগুলি মগবান, রাঙ্গামাটি এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সমন্বিত। মন্দিরের আশেপাশে সমবেত স্বাদেশী গাছ-পালা ও ফুলের বাগান, নদীর নক্ষত্রের সমান জলপ্রপাত, সমুদ্রের মতো বিস্তৃত দেখতে পাওয়া যায়।

এছাড়াও, বনভান্তের স্মৃতি মন্দিরে অবস্থিত মন্দির ভবনে প্রদর্শিত বৌদ্ধ শিল্পকলা মন্দিরের আর্কিটেকচার এবং মধ্যযুগের আলোকচিত্রের সংগ্রহের উদাহরণ সর্বাধিক মর্মস্পদ। এই শিল্পকলা মন্দিরের অংশ হিসেবে অনেকে বিভিন্ন বৌদ্ধ প্রতিমার স্থান সুন্দর ভাবে বিচিত্রিত দেখতে পায়।

প্রথম যে ছবিটি দেখা যাচ্ছে এটা কাপ্তাই লেক এ কাপ্তাই বাঁধ দেয়ার আগের, কাপ্তাই বাঁধ দেয়ার পরে লেক এ পানি জমে যায় এবং পানির জন্য বৌদ্ধ পুজার উপাসনা করতে পারে না।

পরবর্তীতে ২য় মন্দির টি করা হয় যেটা কিনা এখন বৌদ্ধ পুজার উপাসনা করতে পারে । আমি এই তথ্য স্থানীয়দের কাছ থেকে শুনেছি।

#bdlg #letsguide
#210meetup
#connectlive
#localguide
#kaptai

24 Likes

ধন্যবাদ ভাই এতো সুন্দর করে সব কিছু শেয়ার করার জন্য @rezakawser

3 Likes

@rezakawser ভাই আপনার লেখা ও ছবির মাধ্যমে মিটআপে আপনার আবিস্কার জানতে পেরে খুশি হলাম। ধন্যবাদ ভাই লেখার জন্য

3 Likes

@rezakawser Thanks for the post.

2 Likes

সুন্দর লিখেছেন ভাই @rezakawser

ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

3 Likes

@rezakawser খুব সুন্দর লিখেছেন ভাই। আরো কিছু ছবি দিলে আরো ভালো হতো।

2 Likes