সুজলা-সুফলা শস্য-শ্যামলা আমাদেরই বাংলাদেশ।বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশে শতকরা ৭৫ ভাগ লোক গ্রামে বাস করে। গ্রামের অধিকাংশ লোকেরই প্রধান পেশা কৃষিকাজ। বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়। এখন দেশের প্রায় সব অঞ্চলে বোরো ধান কাটার ধুম লেগেছে। গ্রামে গ্রামে উৎসবমুখর পরিবেশে চলছে ধান কাটা, আঁটি বাঁধা, মাড়াই ও শুকানোর কাজ। মাঠের সোনালি ধান এখন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা
কৃষকের সবচেয়ে আনন্দের মুহূর্ত ফসল ঘরে তোলা। ঝড়-বৃষ্টি, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে সবসময়ই এক ধরনের শঙ্কায় থাকতে হয় কৃষকের। যখন ফসল ঘরে তোলা শুরু হয়, সে সময়টাই যেন কৃষকের সবচেয়ে বড় সার্থকতা।
গ্রাম-বাংলার এমন দৃশ্য দেখলে মন ভরে যায়। ধানের মাঠে ঘুরে ঘুরে এমন দৃশ্য দেখতে কতইনা ভাল লাগে ।
আমাদের এই দেশ সত্যিই একটি শস্যের ভান্ডার। এখানে কৃষকরা ফসল ফলাচ্ছেন। নিজ হাতে বীজ বপন করছেন আর সেই শস্য ঘরে তুলছেন। এ যেনো এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা!
গ্রামের ধান কাটার এই উৎসব দেখে সত্যিই আনন্দে মনটা ভরে যায়। ধান কাটা উৎসবে কৃষকদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যরা যোগ দেয়।
বিভিন্ন কাজের সাহায্য করে। বাড়ির ছোট বাচ্চার টিফন বাটিতে ভাত,ডাল,পানি নিয়ে আসে। কৃষক গাছের ছায়ায় বসে খাবার খায়।
এখন ধান উঠানো প্রায় শেষ। ফসলে মাঠ একদম ফাঁকা।
ফাঁকা মাঠে গবাদি পশুকে নিয়ে গিয়ে তৃণাদি আহার করাচ্ছে কৃষক।
ফাঁকা মাঠ বিকেলে ফুটবল স্টেডিয়ামে পরিণত হয়। গ্রামের পাড়া মহল্লার সকল ছেলেরা বিকেলে একত্রিত হয়ে ফুটবল খেলে। পাশে বসে খেলা দেখে গ্রামেরই কৃষকরা। সারাদিন কাজ করে এইখানে বসেই নিজেদের মধ্যে কথা বলে, খেলা দেখে সারাদিনের ক্লান্তি দূর করার চেষ্টা করে।
ফাঁকা মাঠে কেউ কউ আবার ধান শুকাতে দেয়।
ধান ঘরে উঠানোর পরে গৃহিণীরা ব্যস্ত হয়ে পড়ে ধান থেকে চাল তৈরি করতে।
অবশেষে কৃষকের ঘরে উঠে নতুন ধানের চাল আর সেই চাল থেকে তৈরি হয় কত রকমের পিঠাপুল।
এ যেন এক উৎসব আমেজে মেতে উঠে সারা গ্রাম বাংলা।
প্রকৃতির অপরূপ লীলাভূমি বাংলাদেশ। এখানে প্রতিনিয়ত প্রকৃতিতে চলে রঙ বদলের খেলা। রাস্তার দু’ধারে গাছের সারি। তার দু’পাশে অবারিত ফসলের মাঠ। সবুজ ফসলে ছেয়ে। ফসল পাকলে তা হলুদ বর্ণ ধারণ করে। গ্রাম-বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন:‘বাংলার মুখ আমি দেখিয়াছি
তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’।
প্রকৃতির চিরচেনা সুন্দর এবং সচ্ছল রূপ বৈচিত্র্য অটুট থাকুক। আবহমান গ্রাম-বাংলার রূপ বৈচিত্র্য একইভাবে উপভোগ করতে চাই সারা জীবন । চিরসবুজ অপার এই সৌন্দর্য যেন কখনই বিলুপ্তি না হয় ।
#BDLG
#Local Guides
#LocalGuides Bangladesh