কৈশোর বেলা❤️

স্মৃতি একপ্রকার তথ্য সংরক্ষণ করার ক্ষমতা যার দ্বারা মানুষ প্রতিনিয়ত নতুন নতুন তথ্য সংরক্ষণ করতে থাকে। এটি এমন একটি মানসিক প্রক্রিয়া যা ফেলে এলেও হারিয়ে যায় না । ‘স্মৃতি’, এই ছোট দুটো অক্ষরের মধ্যে লুকিয়ে আছে হাজারো ফেলে আসা মুহূর্ত । স্মৃতি কখনো হয় আনন্দের আবার কখনো বা প্রিয়জনের অভাবজনিত দুঃখের মুহূর্তগুলি মানুষের মনকে বিষাদের স্মৃতিতে ডুবিয়ে রাখে।

মিষ্টি, মধুর, তিক্ত সবরকম স্মৃতির ভার বহন করেই মানুষ সামনের পথে এগিয়ে চলে। তাই প্রত্যেকটি মানুষের জীবনেই স্মৃতির মাহাত্ম্য অপরিসীম । আবার এমন ও কিছু মানুষ আছেন যাঁরা স্মৃতিকে আঁকড়ে ধরেই সারাজীবন কাটিয়ে দিয়ে থসকেন । ছেলেবেলার স্মৃতি ,স্কুলের আনন্দমুখর দিনের স্মৃতিগুলি, ভালোবাসা স্মৃতি আরও কত স্মৃতি এমন আছে যা প্রতি মুহূর্তে মানুষের মনের মণিকোঠায় সঞ্চিত হয়ে থাকে। স্মৃতি আছে বলেই বুঝি ভালোবাসা এখনো বেঁচে আছে । নিচে উল্লেখ করা হল স্মৃতি নিয়ে উক্তি এবং স্মৃতি নিয়ে দুর্দান্ত কিছু স্টেটাস যা আপনার মনকে উজ্জীবিত করে তুলবে ।

1 Like