হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন?আশা করি সবাই অনেক ভালো আছেন।
আজকে শেয়ার করবো আপনাদের সাথে চট্টগ্রামে মনোমুগ্ধকর একটি জায়গা সম্পর্কে।
আপনারা যারা ভ্রমন পিয়াসু তারা অনায়াসে এখানে সময় পার করতে পারবেন।জায়গাটি হচ্ছে চট্টগ্রামে পুরানো চান্দগাঁও থানায় বাস টার্মিনালের পাশে (বহদ্দারহাট হতে কালুর যাওয়ার রাস্তায়)।
বর্তমান টিকেট মূল্য হচ্ছে ৩-৮ বছর বয়সীদের জন্য ১২০ টাকা এবং ৮ বছরের উপরে যাদের বয়স তাদের জন্য ১৫০ টাকা।টিকেটের সাথে অবশ্যই একটা রাইড ফ্রি ( Hanging boat).
স্বাধীনতা কমপ্লেক্সকে মিনি বাংলাদেশ বলার কারন হলো, বাংলাদেশের বিখ্যাত স্থাপনা গুলো এখানে তৈরি করেছে যা এক জায়গায় ঘুরে দেখতে পারবেন।যেমনঃ জাতীয় সংসদ,শহীদ মিনার,স্মৃতিসৌধ,কার্জন হল,আহসান মন্জিল,সোনা মসজিদ,কান্তাজীর মন্দির,ছোট কুঠির, বড় কুঠির ইত্যাদি।
ছোটদের জন্য আছে রেলগাড়ি,গাড়ি রাইড সহ নানারকম বিনোদনের ব্যবস্থা।
আরো একটি আকর্ষনীয় দিক হচ্ছি সুউঁচু টাউয়ার।
এককথায় পরিবার নিয়ে সময় পার করার জন্য ভালো একটি জায়গা স্বাধীনতা কমপ্লেক্স। ধন্যবাদ সবাইকে।
ছবিঃ দিনাজপুরের কান্তাজীঁউ মন্দিরের আদলে তোলা স্বাধীনতা পার্কের স্থাপনা।