জব্বারের বলিখেলা

চট্টগ্রামে প্রতিবছর বৈশাখ মাসে জব্বারের বলিখেলা এবং বৈশাখি মেলা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের লালদিঘী মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।প্রতিবছরের ন্যায় এবছরও এ মেলা বসেছিল।২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মেলা চলেছিল।আর বলি খেলা অনুষ্ঠিত হয় ২৫ এপ্রিল।এবছর অর্থ্যাৎ ২০২৩ সালে বলিখেলায় চ্যাম্পিয়ন হয় শাহজালাল।

লালদিঘী ও তার আশপাশের এলাকা জুড়ে বসেছে নানা জিনিসের দোকান।

মুখরোচক খাবার,বাচ্চাদের খেললা,পাখা,পাটি,মাটির তৈজসপত্র, ঘরের দৈনন্দিন জিনিসপত্র সহ আরো অরেক কিছু।মেলায় বিভিন্ন জেলা থেকে অনেক মানুষের সমাগম হয়।

বলিখেলা শেষে বিজয়ীর সাথে ছবি তুলতে ব্যস্ত হনতা।

8 Likes