আমার জানা মতে বর্ষার শুরুতে বা আষাঢ়-শ্রাবন মাসে কদম ফল ফোটে। আজ আজ (৮ বৈশাখ ১৪৩০ / 21/04/2023 ) আমার বাড়ীর পেছনেরে কদম গাছে ফুল দেখে আবাক হলাম, আর ভাবলাম কি ভাবে আমরা নিজেদর ক্ষতি করছি।প্রকৃতির স্বভাবিক নিয়ম ভঙ্গ করে, বন-জঙ্গল উজার করে নগর সভ্যতা গড়ে তুলে।
বর্ষা মাসে বৃষ্টি নাই, শীতকালে শীত নাই, চারিদিকে প্রকৃতিক বির্পযয়, আসুন এখনও সময় আছে যে যার অবস্থান খেকে গাছ লাগাই পরিবেশ বাচাই। আমরা যারা শহরে থাকি তাঁরা চেষ্টা করি ছাদ বাগান করি আর যার সুয়োগ আছে যে যেন রাস্তা / নদীর ধারে গাছ লাগাই।
আপনার লাগানো গাছই হয়তো আপনার উপকারে আসবে।
পেছনেরে কদম গাছে ফুল দেখে আবাক হলাম, আর ভাবলাম কি ভাবে আমরা নিজেদর ক্ষতি করছি।প্রকৃতির স্বভাবিক নিয়ম ভঙ্গ করে, বন-জঙ্গল উজার করে নগর সভ্যতা গড়ে তুলে।