গাছ লাগাই পরিবেশ বাঁচাই

আমার জানা মতে বর্ষার শুরুতে বা আষাঢ়-শ্রাবন মাসে কদম ফল ফোটে। আজ আজ (৮ বৈশাখ ১৪৩০ / 21/04/2023 ) আমার বাড়ীর পেছনেরে কদম গাছে ফুল দেখে আবাক হলাম, আর ভাবলাম কি ভাবে আমরা নিজেদর ক্ষতি করছি।প্রকৃতির স্বভাবিক নিয়ম ভঙ্গ করে, বন-জঙ্গল উজার করে নগর সভ্যতা গড়ে তুলে।

বর্ষা মাসে বৃষ্টি নাই, শীতকালে শীত নাই, চারিদিকে প্রকৃতিক বির্পযয়, আসুন এখনও সময় আছে যে যার অবস্থান খেকে গাছ লাগাই পরিবেশ বাচাই। আমরা যারা শহরে থাকি তাঁরা চেষ্টা করি ছাদ বাগান করি আর যার সুয়োগ আছে যে যেন রাস্তা / নদীর ধারে গাছ লাগাই।

আপনার লাগানো গাছই হয়তো আপনার উপকারে আসবে।

পেছনেরে কদম গাছে ফুল দেখে আবাক হলাম, আর ভাবলাম কি ভাবে আমরা নিজেদর ক্ষতি করছি।প্রকৃতির স্বভাবিক নিয়ম ভঙ্গ করে, বন-জঙ্গল উজার করে নগর সভ্যতা গড়ে তুলে।

12 Likes

@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ঠিক বলেছেন

1 Like

@rashedul-alam ধন্যবাদ ভাই

@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 এই বর্ষায় আমাদের প্রত্যেকের উচিত ২/৩ টা অন্তত গাছ লাগানো। এইবার গরমে যে হাঁসফাঁস করেছে মানুষ সোশ্যাল মিডিয়া জুড়ে তার ১০ ভাগের এক ভাগ মানুষ যদি স্ট্যাটাসের অনুপাতে গাছ লাগায় তাহলে দুবছর পর এই গরম অর্ধেকে নেমে আসবে আর যেভাবে কাটাকুটি চলছে সেভাবে চলতে থাকলে দুবছর পর গরম দ্বিগুণ হবে।

ধন্যবাদ এই টপিকে লেখার জন্য

1 Like

@AbirAryan

অনেক অনেক ধন্যবাদ ভাই

1 Like