বাংলা ১৪৩০ বর্ষবরণ মিটআপের ব্যানার। ডিজাইন করেছেন লোকাল গাইড @Bishnu_Modhu
প্রিয় বাংলাদেশের লোকাল গাইড সদস্যবৃন্দ,
আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ লোকাল গাইড বিভিন্ন উৎসব উপলক্ষ্যে মিটআপ আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসে “অমর একুশে বইমেলা মিটআপ ২০২৩” অনুষ্ঠিত হয়।
বিশ্বের বিভিন্ন দেশে বছরের প্রথম দিন বরণ করতে নানা উৎসবের আয়োজন করা হয়। কোনো জাতির নিজস্ব সংস্কৃতি, বৈচিত্র্য এবং রুচিবোধের সাথে মিলে সেসব উৎসবের বাহারি আয়োজন করা হয়। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বরণ। বাংলাদেশে প্রায় প্রতি বছরই ১৪ই এপ্রিল বাংলা নববর্ষ উদযাপিত হয়ে আসছে। বাংলা নতুন বছরের শুরুর দিনটি একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
সকালে সূর্যের প্রথম রশ্মির সঙ্গে শুরু হয় বাংলা নতুন বছর। ভোরে রমনার বটমূলে ছায়ানটের সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় বাংলা বর্ষবরণের আয়োজন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সকালে শোভাযাত্রা বের হয়। বাঙালির প্রাণের উৎসব নববর্ষ বরণ উদযাপনে অবিচ্ছেদ্য অংশ হল বৈশাখী মেলা। তাই, আমরাও আমাদের কমিউনিটির মাধ্যমে এই বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে একটি মিটআপ আয়োজন করতে যাচ্ছি, যার মধ্য দিয়ে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে আমরা লোকাল গাইডের বিভিন্ন আনন্দঘন মুহূর্তগুলো ধারণ করে কানেক্ট ফোরামের শেয়ারের মাধ্যমে বিশ্বের অন্যান্য লোকাল গাইড দের সামনে আমাদের এই উৎসব তুলে ধরতে চাই।
এ ধরনের মিটআপ সবার জন্য উন্মুক্ত থাকে, কোনো রেজিষ্ট্রেশন এর প্রয়োজন হয় না। তাই সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
এই মিটআপের সারসংক্ষেপ:
মিটআপ নাম: এসো মাতি বর্ষবরণে (বাংলা ১৪৩০ বর্ষবরণ মিটআপ)
মিটআপ নং: ২০৭
মিটআপ তারিখ: ১৪ এপ্রিল, ২০২৩ (শুক্রবার)
মিটআপের সময়: সকাল ৮-১১ টা (বাংলাদেশ সময়)
মিটআপের জায়গা: চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
মিটআপ হোস্ট: সঞ্জয় কুমার দত্ত
কি কি থাকছে মিটআপে:
১. বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা ঘুরে দেখা
২. ফটোওয়াক
৩. গুগল ম্যাপস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা
৪. লোকাল গাইডস কানেক্ট নিয়ে আলোচনা
৫. প্রশ্ন-উত্তর পর্ব
#Bangladesh
#LocalGuides
#LocalGuidesConnect
#LetsGuide
#MeetUp
#BDLG
#BanglaNewYear
