বেহালার চন্ডীতলার মা মঙ্গলচন্ডীর মন্দির খুবই বিখ্যাত ।

বেহালার চন্ডীতলার মা মঙ্গলচন্ডীর মন্দির খুবই বিখ্যাত । নিউ আলিপুর পেট্রোল পাম্প থেকে এই মন্দিরের দুরত্ব ১.৫ কিলোমিটার মতো । হেঁটে ২০ মিনিট সময় লাগবে, এছাড়া অটোও আছে । মা মঙ্গলচন্ডীর মন্দির ৪০০ বছরের পুরোনো । পাশেই একটি পুকুর থেকে মা মঙ্গলচন্ডীর পাথর স্বপ্নাদেশ পেয়ে তোলা হয়েছিল, তখন পাশ দিয়েই বয়ে গিয়েছিলো বিশাল গঙ্গা যা আজ আদিগঙ্গা নামে পরিচিত । মন্দির রোজ সকাল ৬:০০ টা থেকে ১২:৩০ টা ও বিকাল ৪:০০ থেকে রাত ৯:০০ অব্দি খোলা থাকে । মা মঙ্গলচন্ডী খুবই জাগ্রত । জৈষ্ঠ্য মাসের প্রতি মঙ্গলবার ধুমধাম করে পুজো হয় । সকাল থেকে রাত অব্দি পুজো হয়, এলাকায় ওই সময় উৎসবের আবহ সৃষ্টি হয় ।

3 Likes