আমার দেশ বাংলাদেশ আর আমার জেলা শহর বগুড়া। বাংলাদেশের রাজধানী ঢাকায় গেছি চাকুরির পরীক্ষা দিতে, তবে কোন দিন ভ্রমনের উদ্দ্যেশে যাওয়া হয়নি। এমন একদিন বাংলাদেশের জনপ্রিয় এবং সর্ববৃহত গুগোল লোকাল গাইড ফেসবুক গ্রুপ- Bangladesh Local Guide কমিউনিটির আয়োজিত ২০০ তম মিটআপে অংশগ্রহন করার সুযোগ পাই এবং সেই মিটআপে যোগ দেয়ার জন্য ২ দিন আগে ঢাকায় আসি (মিটআপ ভেনু ছিল সাতক্ষিরা জেলার শ্যামনগর উপজেলার বরসা রিসোটে)।আমার পাড়ার ছোট ভাই রাজিবের হলে (নজরুল হল, শেকৃবি) অবস্থান করি। যেহেতু আগে এসেছি তাই এর আশ-পাশ ঘুরতে থাকি এবং হাটতে হাটতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এর সামনে আসি। সেখানে তথন পরির্দশনের জন্য টিকিট বিক্রয় হচ্ছে, অনেকে অনলাইনে টিকিট ক্রয় করছে। আমিও ঘুরতে আসাদের একজন সহযোগীতায় অনলাইন টিকিট ক্রয় করে পরির্দশন করি।
Bangladesh Local Guide কমিউনিটির একটি মিটআপ এই স্থানে হয়েছিল তখনকার সময়ে শেয়ার করা বিভিন্ন ছবি দেখে কি কি আছে একটা ধারনা ছিল কিন্তু স্বচক্ষে দেখে খুবই আনন্দ লাগছিল এবং অনেক নতুন বস্তু দেখেছি যা আগে কখনো দেখা হয়নি।আমার কাছে অনেক সুন্দর আর পরিপটি জাদুঘর মনে হয়েছে। অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার। এখানে আসলে আপনার আনন্দময় সময় কাটবে। তবে একদিনে সব কিছু ভাল ভাবে দেথতে পারবেন না। সময় নিয়ে, বেশি সময় দিলে সব কিছু উপভোগ করতে পারবেন।
এখানে হালকা নাস্তা করার ব্যবস্থা আছে।পর্যাপ্ত আলো এবং অনেক ফাকা জায়গা আছে। পুরো ভবনটি শীততাপ নিযন্ত্রিত। এখানে স্থায়ী সিড়ি, চলন্ত সিড়ি আছে। স্বারক পন্য বিক্রয় কেন্দ্র আছে।
সাধারন দর্শনার্থীদের জন্য জনপ্রতি ১০০ টাকা, সার্কভূক্ত দেশের দর্শনার্থীদের জন্য জনপ্রতি ৩০০ টাকা এবং অন্য দেশের দর্শনার্থীদের জন্য জনপ্রতি ৫০০ টাকা প্রবেশ ফি দিয়ে টিকিট ক্রয় করতে হবে। আপনি অনলাইনেও টিকিট ক্রয় করতে পারবেন- https://bangabandhumilitarymuseum.com ঠিকানায়।