সময় আগষ্ট ২০২২। আমি ও আমার খালাতো ভাই দুজনে মিলে ঘুরতে গিয়েছিলাম কাশ্মীরে। কাশ্মীরের সৌন্দর্য মুখে বলে অথবা লিখে বোঝানো সম্ভব নয়। নিজ চোখে দেখেই শুধুমাত্র এই সৌন্দর্য উপভোগ করা সম্ভব। অম্যথায় কারও মুখে শুনে, ভিডিও দেখে,কারও লেখা পড়ে প্রকৃত সৌন্দর্য বোঝা সম্ভব নয়। তবুও আমার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কাশ্মীরে প্রথম ডাল লেকে হাউসবোট এ থেকেছি এবং ঘুরেছি।ডাল লেকে শিকারায় চড়ে ঘুরে বেরাতে হয়।শিকারার অভিজ্ঞতা টা চমৎকার। ডাল লেকে দেখার মত অনেক কিছু রয়েছে,বিশেষ করে ভাসমান সবজির বাজার, কেনাকাটার জন্য দোকানপাট,অসংখ্য হাউসবোট, লেকে সবজির বাগান,শিকারায় ভাসমান পন্য খাবার বিক্রি, লেকের বুকে দ্বীপের মধ্যে পার্ক ইত্যাদি।
ডাল লেক এ শিকারায় করে আমি দুইদিন ঘুরেছি তবুও ঘুরতে মন চেয়েছে। এখানে বিশেষ করে বিকেল বেলায় ঘুরতে ভালো লাগে। রাতের বেলায় ও মন্দ না।
নিচে আমার চ্যানেলের ডাল লেক ভ্রমণের ভিডিও লিঙ্ক দিলাম।
শিকারা ভাড়া নেয়ার সময় দামাদামি করে নিবেন অথবা আপনার হাউসবোট/হোটেলের লোকের মাধ্যমে ঠিক করে নিবেন। শিকারায় ঘোরার সময় অনেক ধরনের পন্য সামগ্রী,খাবার নিয়ে আসবে বিক্রি কররতে। আপনাদের পছন্দ অনুযায়ী দামাদামি করে কিনতে পারেন।
এছাড়া লেকে প্রচুর দোকান রয়েছে যেগুলোতে কাশ্মীরি পোশাক, শাল,চাদর,সোয়েটার, হ্যন্ডব্যাগ এবং আরও অনেক ধরনের জিনিসপত্র বিক্রি করে। আর ভাসমান সবজির বাজার দেখতে খুব ভোর বেলা বেরোতে হবে।
সবমিলিয়ে লেকের উপরে উল্লেখিত বিষয় গুলো ছাড়াও সর্বোপরি এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।