দেরিতে হলেও আমার স্বশরীরে মিটআপে উপস্থিত হওয়ার অভিঞ্জতা ও অর্জন অনেক যা লিখে বুঝাতে পারবো না। আমি Google Local Guides Bangladesh নামক প্রিয় কমিউনিটিতে যুক্ত হওয়ার পর থেকে, বিভিন্ন সময় মিটআপে অংশগ্রহনের সুযোগ পেলেও সময় ও ব্যক্তি/পারিবারিক কাজের কারণে উপস্থিত হতে পারিনি। বিগত 200 তম মিটআপে উপস্থিত হয়ে বুঝতে পারলাম কি কি মিস করেছি বিগত মিটআপ গুলিতে উপস্থিত না হয়ে।
এই কমিউনিটির সবাই আন্তরিক ও বন্ধু সুলভ । মিটআপে উপস্থিত হওয়ার আগে ভয়ে ছিলাম, সেই ভয় ভাংগলো উপস্থিত হওয়ার পর। আমার মনে হচ্ছিল সবার সংগে যেন সবাইকে আমি জানি এবং তাঁরাও আমাকে জানে। এমন একটা কমিউনিটির সংগে থাকতে পেরে নিজেকে ধন্য মনে হয়।
বিশেষ করে 200 তম মিটআপের আয়েজক ও তাঁর সহযোগীদের তো তুলনা হয় না।আমাদের যেন কোন কমতি বা অসুবিধা না হয় সেই দিকে তাঁদের সর্বক্ষণ নজর ছিল।
ধন্যবাদ তাঁদেরকে যারা আমাকে তাঁদের সংগে চলতে দিয়েছেন এবং চলার দিক-নির্দেশনা দিয়েছেন। আগামীতে আবারও কোন মিটআপে দেখা হবে, কথা হবে, হবে অজানাকে জানা।