বাংলাদেশের বাহারি পিঠা এবং জাতীয় পিঠা উৎসব ২০২৩!

হ্যালো! লোকাল গাইডস,

জাতীয় পিঠা উৎসব ২০২৩ ঘুরে এসে, বাংলাদেশের বাহারি পিঠা এবং পিঠার জাতীয় উৎসব সম্পর্কে আমার অভিজ্ঞতা তুলে ধরলাম সকলের সাথে।

গত ১৯শে জানুয়ারী ২০২৩ থেকে শুরু হয়ে গেল বাংলাদেশের ‘‘১৬তম জাতীয় পিঠা উৎসব ২০২৩’’। তাই অনেক আগ্রহ নিয়ে চলে গিয়েছিলাম সেই উৎসবে যোগ দিতে। প্রতি বছরের ন্যায় এই বছরও পিঠা উৎসব বসেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী মাঠে। অনেক বছর পর শীতকালীন এই পিঠা উৎসবে যোগ দিবো বলে অনেক উচ্ছ্বসিত ছিলাম গত কয়েকটি দিন। যাইহোক গেলাম, পিঠা উৎসবের আমেজে শিল্পকলার চারপাশের সাজসজ্জা দেখে বিমোহিত হলাম। একেই বলে উৎসবের আমেজ। যদিও শিল্পকলা এলাকায় সব সময় এরকম সাজসজ্জার মধ্যেই থাকে। পিঠা উৎসবে অবশ্য সেটার অতিরিক্ত রঙ পেয়েছে।


পুরো শিল্পকলার মাঠ ছাড়াও আশেপাশের খালি যায়গায় এক পাশ করে দোকান বসেছে। এক এক দোকানের এর এক এক নাম। বিভিন্ন জেলা ভিত্তিক এবং ঐতিহ্যবাহী পিঠা প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসাবে অনেকেই স্টল বসিয়েছেন। স্টল মালিকেরা নানা পিঠা, খাবারে এবং সাজসজ্জার মাধ্যমে তাদের দোকান সাজিয়েছেন।

যাইহোক, নানা প্রকার পিঠা দেখে অনেক খুশি হয়েছিলাম। পিঠা আমাদের এক বিশেষ ঐতিহ্যবাহী খাবার সেই সাথে নানা পিঠার নানান স্বাদ সবসময় জিভেজল চলে আসার মত একটি অবস্থা তৈরি করে।

পিঠা দেখতে যেমন সুন্দর খেতে স্বাদ তারচেয়েও বেশি। নানা উপকরণে, নানা রঙের, নানা আকারের নানান স্বাদের পিঠা বাংলাদেশে পাওয়া যায়। এলাকাভেদে উপকরণ বা স্বাদ বা আকারের ভিন্নতা থাকলেও পিঠা তো পিঠাই। কোনটা মিষ্টি তো কোনটা ঝাল আবার কোনটার মিশ্র স্বাদ। আমাদের সাথে পিঠার ভাব অন্য খাবারের চাইতে আলাদা। ছোট বেলা থেকেই মায়ের হাতের পিঠা, মামা বাড়ির পিঠা বা কোন পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানের পিঠার প্রচল দেখে আমরা বড় হয়েছি। আমাদের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির এক বিশাল স্থান জুড়ে রয়েছে বাহারি পিঠা। আর আমাদের এই ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক বা বাহন হিসাবেই এই পিঠা উৎসবের আয়োজন।
এটি বাংলাদেশের নানা জেলার ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষকে শহরের কর্ম ব্যস্ততার মাঝেও এক হওয়ার জন্য আহবান করে। তাই সবাই বিভিন্ন এলাকা থেকে এখনে একত্রিত হয় পছন্দের পিঠা খাওয়ার জন্য এবং বৃহৎ এই পিঠা উৎসবে যোগ দেওয়ার জন্য।

এছাড়াও এই উসবে পিঠা ছাড়াও নানা প্রকার দেশী বিদেশী খাবার চোখে পরেছে। এই পিঠা উৎসবে সরাসরি পিঠা বানানোর দৃশ্য চোখের পরবে প্রায় প্রতিটি স্টলেই। শীতের মধ্যে গরম গরম পিঠা খাওয়ার স্বাদ উপভোগ করা যায় এই সুবিধার ফলে।

যারা এই চলমান জাতীয় পিঠা উৎসবে যোগ দিতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
জাতীয় পিঠা উৎসব ২০২৩ঃ
শুরু- ১৯শে জানুয়ারি।
শেষ- ২৮শে জানুয়ারি।
সময়ঃ বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
স্থানঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা।

যারা ভীড় এড়িয়ে শুধু পিঠার স্বাদ উপভোগ করতে চান তারা বিকাল ৩টার পর এবং সন্ধ্যার আগে যেতে পারেন। আর যারা পরিপূর্ণ উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যেমনঃ গান, নৃত্য এবং মঞ্চ নাটক উপভোগ করতে চান তারা সন্ধ্যা থেকে যোগ দিতে পারেন।

জাতীয় পিঠা উৎসব ২০২৩ এর আরো বিস্তারিত আকারের একটি মিটাপ রিক্যাপ আসছে খুব শীঘ্রই। কানেক্ট এ চোখ রাখুন।

ধন্যবাদ সম্পূর্ন পোস্ট পড়ার জন্য। তাছাড়া এই পোস্ট সম্পর্কে আপনার মতামত কমেন্ট এর মাধ্যমে জানায়ে দিতে পারেন।

79 Likes

@ShafiulB ভাইয়া পিঠাগুলো খুবই সুন্দর ও নজরকাড়া। এই পিঠা মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশের সকল ঐতিহ্যবাহী পিঠার এক বাস্তব অভিজ্ঞতা অর্জন করলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের আয়োজিত অনুষ্ঠানে আমাকে সঙ্গে নেয়ার জন্য।

4 Likes

খুব সুন্দর মিট ছিল। কর্ম ব্যস্ততার কারণে যেতে পারলাম না। মিস ইউ অল

5 Likes

আমি নরমালি পিঠা প্রেমিক। আমার বিবি খুব মজার মজার পিঠা বাসায় তৈরি করে আমাকে পরিবেশন করেন কিন্তু আমার খুবই যাবার ইচ্ছা থাকলেও সময় বের করতে পারি নাই যার কারণে এমন একটা সুন্দর মিট আপ করার সুযোগ হাতছাড়া করে খুবই খারাপ লাগলো তবে আপনার পোস্ট থাকে উৎসবের সমস্ত রকম মজাদার পিঠার তথ্য পেয়ে মনের আশা পূরণ হল। সুন্দর একটি পোস্ট দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

5 Likes

Hi @ShafiulB Foods looking great and Thanks for sharing. Happy Independence Day!:smiling_face: :pray:t2:

3 Likes

সকল প্রকার পিঠার মধ্যে তৈল পিঠা আমার সব চাইতে প্রিয় খাবার যা আমি বাড়িতে আসলে আমার আম্মা তৈল পিঠা তৈরি করে দেয়।সকল প্রকার পিঠার স্টল ১৬ তম জাতীয় পিঠা উৎসবকে সুসজ্জিত করছে তা আমাদের সাথে সেয়ার করার জন্য ধন্যবাদ।

3 Likes

আপনিতো এতোগুলা পিঠা দেখিয়ে খাওয়ার লোভ লাগিয়ে দিলেন @ShafiulB । পিঠা নিয়ে চমৎকার একটি পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

4 Likes

মায়ের হাতে পিঠা কথা শুনতে মনে পড়ে গেল সেই শৈশব এর স্মৃতি, মা যখন পিঠা তৈরি করতেন তখন রান্না ঘর/চুলা পাশে অপেক্ষা করতাম গরম গরম খাবো যা এক অনন্য অনুভুতি, আপনার লেখা চিন্তা-চেতনা বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য, উঠে এসেছে, উঠে এসেছে বিভিন্ন জেলায় নামধারী ভিন্ন ভিন্ন পিঠার বর্ণনা, ধন্যবাদ @ShafiulB (ভাইয়া) পোস্টটি শেয়ার করায়।

2 Likes

অসাধারন লেখা হইছে ভাই, আর ছবি দেইখাই খাইতে মন চাইতাছে @ShafiulB

2 Likes

পিঠা নিয়ে এত সুন্দর একটি পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

2 Likes

বাংলাদেশের গ্ৰামীণ নারীদের চিরায়ত গল্প, জীবন-যাপনের চিত্র, আতিথেয়তা ফুটে ওঠে একেকটি পিঠার বাহারি নকশায়। জাতীয় পিঠা উৎসব ২০২৩ আয়োজনের মধ্য দিয়ে পিঠা পুলির দেশ বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার এবং প্রাচীন এই ঐতিহ্য রক্ষার প্রচেষ্টা করা হয়েছে যা সত্যি অনন্য এবং প্রশংসার দাবিদার। পিঠা উৎসব ঘুরে সেখানকার পিঠার বর্ণনাসহ ছবি এবং আদ্যোপান্ত তুলে ধরার মাধ্যমে সকলকে পিঠা উৎসবের কথা স্বরণ করে দেয়ার জন্য সাইফুল বাশার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

1 Like

@KhokonSharker ধন্যবাদ তোমার কমেন্ট এর জন্য। অসাধারণ একটি সময় কাটিয়েছিলাম আমরা পিঠা উৎসবে। অনেক নতুন নতুন পিঠার স্বাদ নিয়েছিলাম একসাথে।

আবারও ধন্যবাদ পিঠা উৎসবে সময় দেওয়ার জন্যে।

হ্যাপী গাইডিং!

@monzurulislam thanks for commenting bro. I hope we will meet soon.

Keep supporting us.

Happy Guiding!

এর পরে কোনো একসময় আসবো অবশ্যই :smiling_face:

1 Like

বাংলার ঐতিহ্য এই শীত এর মৌশুমে ঘরে ঘরে পিঠা মৌশুম চলে সত্যি এতো সুন্দর করে আয়োজন এর মাধ্যমে বাংলার ঐতিহ্য তুলে ধরার ধন্যবাদ লোকাল গাইড বাংলাে। অনেক সুন্দর হয়েছে,আয়োজনটি এভাবে দেখতে পেয়ে সত্যিই খুব সুন্দর অনুভূতি মনে হচ্ছে, যা হারিয়ে যাচ্ছে আমাদেরএ বাংলার ঐতিহ্য। ধরে রাখতে চাই তরুণ সমাজের এই বাংলার শীতের মৌসুম এ এর পিঠা উৎসবকে।ধন্যবাদ @ShafiulB

1 Like

@mamun837 Thanks for your commenting brother.

I hope see you next time

Happy Guiding!

@Gezendunyali thanks for commenting and appreciation.

Did you taste any Bangladeshi cake or any other dishes yet?

Keep commenting!

Happy Guiding!

@Aslam_hossain ধন্যবাদ কমেন্ট করার জন্য। পিঠা আমারও পছন্দ। তিলের পিঠা বানাতো আমার মা সেই স্বাদ লাগতো। এখন যা খাই তাই ভালো লাগে। অনেক দিন বাদে বাদে খাওয়া হয় এজন্য।

তাছাড়া আপনার পিঠার পোস্টগুলিও ভালো লাগে।

হ্যাপী গাইডিং!

@Saiyen ঠিকই বলেছেন, পিঠা দেখলে কার লোভ লাগবেনা বলেন? :grinning:

ধন্যবাদ কমেন্ট করার জন্য।

হ্যাপী গাইডিং!

@ShafiulB น่ากินจัง เห็นแล้วฉันหิวเลย

1 Like