গ্রামের মেলায় এক বিকেল।

হ্যালো,

লোকাল গাইড বন্ধুরা।আজ আমি আপনাদের মাঝে বছরের শুরুতে একটি ভিন্ন ধরনের মিটআপ নিয়ে উপস্থিত হয়েছি।

তা হলো, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা

মেলা কথাটি যখনই আসে, তখনই মনে পড়ে হাজারো মানুষের সমাগম। হরেক রকমের দোকান বসা। গ্রামের কোন একটি বিশেষ জায়গায়। বিশেষ করে ঐতিহাসিক স্থানগুলোতে মেলা বসে থাকে।

এবারের এই মেলাটি লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী হযরত দেওয়ান শাহের মাজার সংলগ্ন স্থানে, রামকৃষ্ণপুর গ্রামে হচ্ছে। এই মেলাটি প্রায় ২০০ বছরের পুরনো। মেলা সংলগ্ন একটি মাজার রয়েছে। মাজার টি কেন্দ্র করে প্রতিবছর বাংলা মাঘ মাসের প্রথম সপ্তাহে মেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ লোকাল গাইড এবার এই মেলা কেন্দ্রিক একটি মিটআপ এর আয়োজন করেছে।

মিটআপ এর আলোচ্য বিষয় সমূহঃ

১. নতুন দের, লোকাল গাইড সম্পর্কে ধারণা দেওয়া।

২. মেলা এরিয়াতে ফটোওয়াক করা।

৩. ম্যাপ এডিটিং করা।

মিটআপ এর কিছু তথ্যঃ

Meetup host: Gazi Salauddin.

Meetup Number: 202.

Meetup Time: 3:00pm— 5:30pm.

Meetup Date : 20 January, 2023

Location: Ramkrishnapur,Lakshmipur.

বিঃদ্রঃ এই মিটআপ সকলের জন্য উন্মুক্ত। সকল লোকাল গাইড জয়েন্ট করতে পারবেন।

Thanks

GaziSalauddin

#BDLG

#letsguide

#localguideconnect

#bdlg202

#BDLG

28 Likes

মিট আপটির জন্য নিরন্তর শুভকামনা রইল । যেহেতু সরাসরি উপস্থিত হতে পারবো না , তাই একটি সুন্দর রিক্যাপ এর অপেক্ষায় রইলাম ।

@GaziSalauddinbd ভাই

5 Likes

@GaziSalauddinbd একইরকম একটি মেলা হয় আমাদের গ্রামেও। সেটা ফাল্গুন মাসের ৬ তারিখে বসে। সেই মেলাটিও একটি মাজারকে কেন্দ্র করে হয়। ক্বারী নুরানী শাহ নামে একজন ব্যাক্তির নামে মেলাটি বসে।

আপনার মিটআপের জন্য শুভকামনা রইলো। সময় সুযোগ পেলে অংশগ্রহণ করার ইচ্ছে রয়েছে।

3 Likes

এবার শুরু হোক ভিন্ন কিছু দিয়ে,

শুভ কামনা রইল।

3 Likes

Best wishes brother @GaziSalauddinbd

Recap ar opekhay roillam

3 Likes

শুভ কামনা রইলো @GaziSalauddinbd

2 Likes

মিটআপের জন্য রইল শুভ কামনা।

3 Likes

how tojoin the meet …

1 Like

আপনার জন্য ও রইলো ভালোবাসা @NasimJ

আপনার জন্য ও রইলো ভালোবাসা @NasimJ

গ্রামের মেলা গুলো অনেক সুন্দর হয়ে থাকে।

সবার জন উন্মুক্ত ।আপনি চাইলে জয়েন্ট করতে পারবেন মিটআপ এ।

ধন্যবাদ @AtiqulHoque

1 Like