হ্যালো,
লোকাল গাইড বন্ধুরা।আজ আমি আপনাদের মাঝে বছরের শুরুতে একটি ভিন্ন ধরনের মিটআপ নিয়ে উপস্থিত হয়েছি।
তা হলো, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা।
মেলা কথাটি যখনই আসে, তখনই মনে পড়ে হাজারো মানুষের সমাগম। হরেক রকমের দোকান বসা। গ্রামের কোন একটি বিশেষ জায়গায়। বিশেষ করে ঐতিহাসিক স্থানগুলোতে মেলা বসে থাকে।
এবারের এই মেলাটি লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী হযরত দেওয়ান শাহের মাজার সংলগ্ন স্থানে, রামকৃষ্ণপুর গ্রামে হচ্ছে। এই মেলাটি প্রায় ২০০ বছরের পুরনো। মেলা সংলগ্ন একটি মাজার রয়েছে। মাজার টি কেন্দ্র করে প্রতিবছর বাংলা মাঘ মাসের প্রথম সপ্তাহে মেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লোকাল গাইড এবার এই মেলা কেন্দ্রিক একটি মিটআপ এর আয়োজন করেছে।
মিটআপ এর আলোচ্য বিষয় সমূহঃ
১. নতুন দের, লোকাল গাইড সম্পর্কে ধারণা দেওয়া।
২. মেলা এরিয়াতে ফটোওয়াক করা।
৩. ম্যাপ এডিটিং করা।
মিটআপ এর কিছু তথ্যঃ
Meetup host: Gazi Salauddin.
Meetup Number: 202.
Meetup Time: 3:00pm— 5:30pm.
Meetup Date : 20 January, 2023
Location: Ramkrishnapur,Lakshmipur.
বিঃদ্রঃ এই মিটআপ সকলের জন্য উন্মুক্ত। সকল লোকাল গাইড জয়েন্ট করতে পারবেন।
Thanks
GaziSalauddin
#BDLG
#letsguide
#localguideconnect
#bdlg202
#BDLG
