দেখতে দেখতে বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটির ৯ বছর হতে চলল। একটি দুটি করে ২০০ টি মিটআপ সম্পন্ন করেছে বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটি। সারা বছর বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মিটআপ অনুষ্ঠিত হয়। তবে এর মধ্যে প্রতি বছর দুটি মেগা মিটআপ সম্পন্ন হয়। এবছর শেষ হয় ২০০তম মেগা মিটআপের মাধ্যমে।
বাংলাদেশ লোকাল গাইডস এর ২০০ তম মিটআপটি সম্পন্ন হয়েছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বর্ষা রিসোর্টর এ। রেজিষ্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক লোকাল গাইডস নির্বাচিত করা হয়েছে যারা এই মিটআপে উপস্থিত ছিলেন। প্রতিটা মিটআপেই কিছু এক্টিভিটিস থাকে। এর মধ্যে অন্যতম এক্টিভিটি হচ্ছে রাতে ক্যাম্পফায়ার এবং ওপেন ডিসকাশন, সেই সাথে গানের আড্ডা। এই মিটআপেও তার ব্যতিক্রম হয় নি। ২৩ ডিসেম্বর সন্ধ্যার পরেই শুরু হয় ক্যাম্পফায়ার এবং ডিসকাশন সেশন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন যুবরাজ ভাই।
২০০ তম মিটআপের ভেন্যু, বর্ষা রিসোর্ট। [PC: Dolon Vai]
ক্যাম্পফায়ার
ক্যাম্পফায়ার [PC: Rayhan Vai]
বিকেলবেলা আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার পরিদর্শন করে সন্ধ্যায় রিসোর্টে ফিরে ফ্রেশ হয়ে রিসোর্টের বাইরে বাগানে ক্যাম্পফায়ারের আয়োজন করা হয়। সকল লোকাল গাইডস চেয়ার নিয়ে ক্যাম্পফায়ারের চারপাশে গোল হয়ে বসলাম। যেহেতু শীতকাল, তাই সন্ধ্যার পর থেকেই ঠান্ডা লাগছিলো। ক্যাম্পফায়ারের উষ্ণতা শরীর গরম রাখতে সহায়ক ছিলো। অনুষ্ঠানের শুরুতেই সকল লোকাল গাইডস সবার উদ্দেশ্যে তাদের সংক্ষিপ্ত পরিচয় প্রদান করে, যার ফলে সবার মধ্যেই একটা ভালো যোগাযোগ তৈরি হয়।
ক্যাম্পফায়ারের চারপাশে লোকাল গাইডস [PC: Mahabub Vai]
উক্ত মিটআপে উপস্থিত ছিলেন এবারের দুইজন গাইডিং স্টার মাহবুব ইসলাম দোলন ভাই ও গাজী সালাউদ্দীন ভাই। প্রথমেই উনাদের কাছ থেকে গাইডিং স্টার হওয়ার পিছনের গল্প শুনে নিলাম। কিভাবে গাইডিং স্টার হওয়া যায় এবং সেজন্য কি কি কাজ করতে হবে তা উনাদের কাছ থেকে ভালো করে শুনে নিলাম। তাদের গল্প আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আমরাও গাইডিং স্টার হওয়ার জন্য কাজ করে যাব। তাদের কথা শুনতে শুনতে সঞ্জয় দাদা গরম গরম ফুলকপি ফ্রাই নিয়ে আসলেন এবং সবাইকে দিলেন। খুব সুস্বাদু ছিলো ফ্রাই টা।
সঞ্চালক যুবরাজ ভাই এবং তার পাশে আমন্ত্রিত অতিথি।
গাইডিং স্টারদের গল্প শুনার পর গানের আসর শুরু হলো। রাহাত ভাই গিটারে গান তুললেন, আমরা সবাই তার সাথে গলা মেলালাম। কয়েকটা গান হয়ে গেলো।
এরপর শুরু হয় ওপেন ডিসকাশন এবং প্রশ্ন উত্তর পর্ব। এই সেশনে মূলত লোকাল গাইডসদের বিভিন্ন ম্যাপ রিলেটেড সমস্যা নিয়ে আলোচনা হয়। বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মাহবুব ভাই, রোমান ভাই, বিষ্ণু দা। এবারের মেগা মিটআপে আপুদের অংশগ্রহণ ছিলো স্বতঃস্ফূর্ত। আলোচনা সভায় ও তাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। যার যা প্রশ্ন বা সমস্যা ছিলো তা আমরা এই ওপেন ডিসকাশন এবং প্রশ্ন উত্তর পর্যায় থেকে সমাধান নিয়ে নেই। এক পর্যায়ে সঞ্জয় দাদা আবার ও গরম গরম ছোলা বুট নিয়ে হাজির। সবার হাতে হাতে দিচ্ছিলেন এবং শীতের মধ্যে গরম গরম ছোলা বেশ ভালোই লেগেছে।
ফুলপকপি ফ্রাই
ছোলা বুট
গান পরিবেশনা করছেন লোকাল গাইডস রাহাত। [PC: Sunmoon Vai]
সর্বোপরি, ক্যাম্পফায়ার এবং ডিসকাশন সেশন প্রত্যেক মিটআপের একটি অনন্য এক্টিভিটি হিসেবে থেকে যায়। এই আলোচনা সভায় অংশগ্রহণ এর মাধ্যমে যেমন গুগল ম্যাপ, লোকাল গাইডস কানেক্ট, রোড ম্যাপার, গাইডিং স্টার, কানেক্ট লাইভ ইত্যাদি সম্পর্কে জানা যায়, তেমনি সবার সাথে পরিচিত হওয়ার ও ভালো একটা সুযোগ থাকে।
#bdlg200 #200thmeetup #localguidesconnect #localguides #letsguide #localguidesbd #BDLG #Bangladesh #localguidesbd
200th Meetup Of Bangladesh Local Guides এর আর নানা বিষয়ে জানতে দেখুন নিচে যুক্ত কানেক্ট পোস্ট গুলোঃ
- Barsa Resort: The Venue of the 200th Meetup
- Gift Item - বাংলাদেশ লোকাল গাইডের ২০০তম মেগা মিট আপ থেকে পাওয়া মূল্যবান গিফট
- Meal at the 200th Meetup of Bangladesh Local Guides
- Friendship : ভাতৃত্ব বোধের অনন্য সংযোগস্থল; ঘটনা ঘটেছিল সাতক্ষীরায়
- First Tent Night Experience In My Life
- A campfire and my experience at the BDLG 200th Meet Up
- Exploring KADAMTALA FOREST STATION for the first time @ BDLG TWO HUNDREDS GET TOGETHER
- Visited Sundarban Kalagachia Eco-Tourism Center Satkhira Range
- The story of the achievement and the 200th meetup
- Unique scenery of Sundarbans
- A Bangladeshi woman’s experience of participating in the 200th meet up as a local guide
- তিন টি চিত্রা হরিণ , কিছু লোকাল গাইড সদস্য আর সোনালি মুহূর্তের গল্প
- নৌ ভ্রমনে দেখা সুন্দরবন
- সুন্দরবন এর বানর
- ম্যানগ্রোভ বনের কোলে সূর্য উদয় দেখা
- ২০০তম মিটআপে সুন্দরবনের সৌন্দর্য অন্বেষনে বাংলাদেশ লোকাল গাইড
- ২০০ তম মিটাপ ও সুন্দরবন ভ্রমন সাথে বানরের সাথে আনন্দঘন মুহূর্ত
- ক্যাম্প ফায়ার ও আলোচনা সভা ২০০ তম মিট আপে; এক ঢিলে দুই পাখি মারার গল্প
You can visit my profile here.