অনন্য মাইলফলকে বাংলাদেশ লোকাল গাইড

দেখতে দেখতে ২০০তম মাইলফলকে পৌঁছে গেলো বাংলাদেশ লোকাল গাইড। এবারের আসরে সারা বাংলাদেশ থেকে নারী-পুরুষ, নবীন-অভিজ্ঞ মিলে মোট ৪৭ জন অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলো। এবং নবীনদেরকে বেশি সুযোগ দেওয়া হয়েছিলো। তবে এই ৪৭ জন কে বাছাই করতে বেশ কষ্ট হয়েছে সিলেকশন টিমের। অনেক অনেক ধন্যবাদ জানাই তাদেরক। তাদের অক্লান্ত পরিশ্রম এর জন্যই সফলভাবে সম্পন্ন হয়েছে এই মিটআপ।

যাত্রা শুরু করেছিলাম ২২-১২-২০২২ রাতে। অত:পর ২৩-১২-২০২২ তারিখে পৌঁছে যাই আমাদের গন্তব্য স্থান বরষা রিসোর্ট। যেটা সাতক্ষীরাতে অবস্থিত। খুবই সুন্দর একটা জায়গা। মনোরম পরিবেশ। সেখানেই শুরু হয় আমাদের এবারের আসরের মুল কার্যক্রম।

প্রথমেই সবাইকে স্বাগত জানানো হয়। স্বাগত জানান আমাদের এবারের আসরের হোস্ট লোকাল গাইড নাসির ভাই। তাকে হোস্ট হিসেবে সম্মাননা প্রদান করেন লোকাল গাইড মাহাবুব হোসেন ভাই। এবং বরাবরের মতোই সকল লোকাল গাইডদের গিফট প্রদান করা হয়। তবে এবারের গিফটস গুলো ছিলো অন্যান্য বারের তুলনায় ভিন্ন এবং খুবই আকর্ষণীয়। এবং গিফট গুলা ছিলো একটা সাসপেন্স ব্যাগের মধ্যে। যা দেখে কোনো ভাবেই বোঝা যায় নি এর ভিতরে কি কি আছে।

বিকালের সময় টা উপভোগ করার জন্য আমরা যাই আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টারে।যেখানে আমরা বেশকিছু সময় অতিবাহিত করি, ফটোসেশন করি। প্রকৃতির অপরুপ চিত্র ফুটে উঠেছে সেই কেন্দ্রে।খুব কাছ থেকেই নদী উপভোগ করতে সক্ষম হই আমরা। উল্লেখ্য যে আকাশনীলা পর্যটন কেন্দ্র টি মাগরিবের আজানের আগেই বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় ক্যাম্প ফায়ার করি যেটা ছিলো আমাদের অন্যতম আকর্ষণ। পরের আকর্ষণ ছিলো তাবুতে রাত অতিবাহিত করা। যা প্রায় প্রতিটা মানুষেরই ভালো লাগার একটা সময়।

পরদিন অর্থাৎ ২৪-১২-২০২২ তারিখ সকালে আমরা ট্রলারযোগে রওনা হই কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টার ও কদমতলা ফরেস্ট ষ্টেশন এর উদ্দেশ্যে। সেখানে আমরা বেশ কিছু সময় অতিবাহিত করি। বানর, হরিণ এর দেখা পাই খুব কাছ থেকে। তবে এখানে একটা সতর্ক আছে যে বানরের আশে পাশে হাটাহাটি করার সময় মোবাইল, ব্যাগ ইত্যাদি ভালোভাবে গুছিয়ে নেওয়া শ্রেয়। কারণ যে কোনো মুহুর্তে ওরা এই গুলা টেনে নিয়ে যেতে পারে। এবং কলাগাছিয়া এর ভিতরে হাটাহাটি করতে হলে অবশ্যই গ্রুপ করে চলতে হবে। এবং ওয়াচ টাওয়ার থেকে এক পলকে সুন্দরবন উপভোগ করি। অত:পর আমরা কদমতলা ফরেস্ট ষ্টেশন স্থানে যাই এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের এবারের আসর শেষ করি।

সর্বোপরি ধন্যবাদ জানাই যারা আমাকে সহয়তা করেছেন এবং যাদের প্রচেষ্টায় প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং যারা এই আসরে উপস্থিত হয়েছিলেন।

#bdlg200 #200meetup #localguides #localguidesconnect #localguidesbd

35 Likes

লেখার মধ্যে সব কিছু তুলে ধরার জন্য ধন্যবাদ @TanvirAhmed05

4 Likes

Thank you so much apu @Ayeshashimu

3 Likes

আপনার ২০০তম মিট আপের অভিজ্ঞতা সম্পর্কে জেনে ভালো লাগলো @TanvirAhmed05 । আমাদের সাথে এই চমৎকার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

4 Likes

সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন।

3 Likes

Thanks a lot brother @Saiyen

2 Likes

অনেক অনেক ধন্যবাদ দাদা আমাকে সহায়তা করার জন্য :heart: @SanjayBDLG

3 Likes

@TanvirAhmed05 লেখা আর ছবি দিয়ে পোস্টটি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।

4 Likes

এই মাইলফলকের অংশগ্রহণ করতে না পেরে খারাপ লাগছে :disappointed_relieved:

2 Likes

@TanvirAhmed05 আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সাথে এই মাইল ফলকের অংশীদার।

ধন্যবাদ বাংলাদেশ লোকাল গাইড কে।

2 Likes

অনেক ধন্যবাদ @TanvirAhmed05 ভাইয়া। অনেক গুছিয়ে, বিস্তারিত অভিজ্ঞতা বর্ননা করেছেন। আমাদের আরো ভালো ভালো লেখা উপহার দিবেন আশা করি, শুভ কামনা।

2 Likes

@TanvirAhmed05 মোস্তফা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক গুল জিনিস খুব সুন্দর ভাবে লেখার জন্য। আর সাথে বাংলায় লেখার জন্য।

এবার তোমাদের সাথে থাকতে পারলাম না। মিস করলাম খুব।

1 Like

Thank you so much brother @nurealam123

We also missed you a lot brother @Mehedi_Murad_92

1 Like

Yes brother. We are very lucky :heart: @MahbubIslam

1 Like

Thankful to you brother… Wanna see your connect post also @MdFerozKabir

অনেক অনেক বেশি মিস করেছি দাদা। আপনি থাকলে খুব ভালো হতো। তবে আশা করি সামনের মিটআপে দেখা হবে। @SajolKDas

1 Like

Sundor post brother @TanvirAhmed05

1 Like

মিট-আপ এর যাত্রা শুরু থেকে শেষের বেশ সুন্দর একটা গল্প ফুটে উঠেছে পোস্টে।

1 Like

Thank you for supporting me brother @Papel_Mahammud

1 Like