২০০তম মিটআপে সুন্দরবনের সৌন্দর্য অন্বেষনে বাংলাদেশ লোকাল গাইড

২০০তম মিটআপের লোকেসন ছিল, শ্যামনগর, সাতক্ষিরা-এর বর্ষা রিসোর্ট। আমরা সুন্দরবনের একাংশ ভ্রমনের উদ্দেশ্যে ২৪ নভেম্বর ২০২২ সকাল ৯টার মধ্যে সকালের নাস্তা শেষ করে ট্রলারের চেক ইন করার জন্য প্রস্তুতি নেই ।

আমাদের গন্তব্য

১। কলাগাছিয়া ইকো টুরিজম সেন্টার

২। কদমতলা ফরেষ্ট ষ্টেশন

সর্বমোট যাত্রা পথ ৩০ কিলোমিটার এর কিছু বেশি এবং যাত্রা সময় লেগেছিল ৪ ঘন্টার কিছু বেশি।

এর মধ্যে নির্দিষ্ট ঘাটে আমাদের ট্রলার এসে প্রস্তুত। আমরা ফরেস্ট অফিসার-দের কাছ থেকে পাস পাওয়ার জন্য অপেক্ষা করছি, এরই মধ্যে একে একে আমার ট্রলার-এ উঠে বসলাম।

ফরেস্ট অফিসার-দের কাছ থেকে পাস পাওয়ার পরে আমাদের ট্রলার চলা শুরু করলো, আমারা সুন্দরবনের দৃশ্য অবলোকন করতে করতে আমাদের প্রথম গন্তব্য কলাগাছিয়া ইকো টুরিজম এর দিকে যাচ্ছি ।

কিছুক্ষনের মধ্যে আমারা পৌঁছে গেলাম, শুরুতে একদল বানর এসে আমাদের সাগতম জানালো । এরপর আমরা একটা ম্যাপ দেখালাম পুরো এড়িয়ার কোথায় কি আছে।

১৭৫০ ফিট এর একটা আর, সি, সি ট্রেইল আছে যেটা আগে কাঠের তৈরি ছিল। ধীরে ধীরে আমরা ট্রেইল ধরে হাটতে থাকলাম এবং সুন্দরবন এর সৌন্দর্য উপভোগ করতে থাকলাম ।

তার মধ্যে অন্যতম পুকুরে মত একটা জায়গায় কুমির, ওয়াচ টাওয়ার, সুন্দরী এবং খলসি গাছের মত আরো নাম না জানা অনেক গাছ।

সবশেষে আমরা দেখলাম কিছু চিত্রাহরিণ, আমাদের অনেকে হরিণ গুলোকে খাও্লেন আবার অনেকে সবাই ভালো স্থির চিত্র নিলেন । এরপর আমরা আমাদের পরবর্তি গন্তব্য কদমতলা ফরেষ্ট ষ্টেশন এর দিয়ে রওনা দিলাম।

এবার আমাদের ট্রলার-এর দুই পাশেই সুন্দরবন , সে এক অপরুপ দৃশ্য । ইতিমধ্যে আমরা কদমতলা ফরেষ্ট ষ্টেশন-এর পৌছে গেলাম ।

সেখানে একটা ব্রেক নিয়ে আমাদের রিসোর্ট-এর উদ্দেশ্য আমাদের যাত্রা শুরু করলাম ।

ঠিক এভাবেই দেখতে দেখতে সুন্দরবনের সৌন্দর্য অন্বেষনে সমাপ্তি ঘটলো।

বোনাসঃ হরিণ-স্যার কে বলছি চলেন সেলফি তুলি, এরপর এটা আমার মোবাইলে ক্যাপচার হইছে

56 Likes

Thanks for sharing

5 Likes

@rezakawser বাহ দারুন লিখেছেন তো! মজা পেয়েছি হরিণ স্যারের সাথে সেলফি দেখে। :grin:

6 Likes

Awesome post brother @rezakawser

6 Likes

@rezakawser সুন্দরবন ভ্রমণ এবং ২০০ তম মিটাপ দুটি অনেক দারুন ছিল

7 Likes

সুন্দর সমাপ্তি হয়েছিলো :heart: @rezakawser

7 Likes

একটি সেলফি তোলার পিছনের গল্প @rezakawser

11 Likes

@rezakawser হরিণ স্যারের সাথে সেলফি্ সুন্দর ছিল ভাইয়া :upside_down_face:

6 Likes

ভ্রমণের ম্যাপটা কিভাবে বানিয়েছেন? ইন্টারেস্টিং লেগেছে ম্যাপটা

7 Likes

অনেক সুন্দর পোস্ট,

ভালোবাসা প্রিয় @rezakawser

5 Likes

Excellent Meetup

https://photos.app.goo.gl/REyBooVvC6bkmqcc8

1 Like

এক সময় আমি ও এই এইভাবে ট্র্যাক রাখতাম 2016 সালের একটা ছবি দিলাম , একটা app দিয়ে ট্রাক করে তা পরে google Drive হয়ে My Maps এ Output দিত @rezakawser

2 Likes

@rezakawser ভাই অনেক সুন্দর লিখেছেন এবং সুন্দর কিছু মুহুর্ত তুলে ধরেছেন । আপনার হরিণ এর সাথে সেলফি দেখে এই ছবিটার কথা মনে পরে গেল ।

3 Likes

@SanjayBDLG thanks dada

@AtiqulHoque ধন্যবাদ ভাই , উৎসাহ পেলে আরো লিখবো

@Papel_Mahammud ধন্যবাদ ভাই

@Nupur248 জি একদম

3 Likes

@MohammadPalash জি ভাই

@Sajib_Das জি ভাই, এই ধরনের জায়গায় গেলে ভালো লাগে এবং ভালো কিছু মুহূর্ত কেমেরায় ধারণ করা যায়।

@SadmanRafid ভ্রমণের ম্যাপ টা এপ দিয়ে বানিয়েছে ভ্রমণ সময়ে জিপিএস চালু রেখেসিলাম

@Ebahim42 ভালোবাসা ভাই সাথেই থাকবেন

3 Likes

@MahabubMunna সেলফি তোলার পিছনের গল্প বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
আমি এই পথটা ট্রাক করেছি অন্য একটি এপস দিয়ে, পুরো সময়টা জিপিএস চালু ছিল

@Rashed আপনার এই ছবিটা অসাধারণ হয়েছে , ধন্যবাদ শেয়ার করার জন্

3 Likes

হরিণ তাও আবার স্যার ইন্টারেষ্টিং :sweat_smile:

2 Likes

@rezakawser যে বনের নাম সুন্দর, তার সৌন্দর্যতো সুন্দর হতেই হবে । তারই প্রতিছবি দেখতে পাচ্ছি আপনার লেখায়, লেখার জন্য ধন্যবাদ এবং আরও নতুন নতুন লেখা পড়ার অপেক্ষায় থাকলাম

3 Likes

ধন্যবাদ, @rezakawser

আপনার ভ্রমণ এর লেখা অনেক সুন্দর হয়েছে,

আর ছবিগুলো ও সুন্দর হয়েছে।

1 Like

সুন্দর ও সাবলীল লেখা।