কলাগাছিয়া ফরেস্ট বিটে এক জোড়া চিত্রা হরিণ লোকাল গাইড শেখ নাজমুর রহমান কে ঘিরে রেখেছে খাবারের বায়না করে
পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন " সুন্দরবন " যা বাংলাদেশ এবং ভারত এর আংশিক জায়গা জুড়ে অবস্থিত। জীববৈচিত্র্য উদ্ভিদ প্রাণীর বৈচিত্রতা আর প্রতিকূল পরিবেশে যৌন জীবন বাঁচিয়ে রাখার হাজারো গল্প রয়েছে এই সুন্দরবনকে ঘিরে ।
সুন্দরবন কথাটি মাথায় আসলে প্রথমে কল্পনায় ভেসে আসে বাঘ হরিণ আর কুমির । বাঘ আর হরিণ নিয়ে রয়েছে হাজারো গল্প যদিও বাঘ মামার দেখা মিলে শীতের সময় কালে ভদ্রে কিংবা ভাগ্য গুনে হরিণের দেখা মেলে কিছুটা বনের গহীনে গেলে , তবে এখানে আমি লিখব অন্য একটি গল্প ।
কলাগাছিয়া ফরেস্ট বিটের ম্যাপ ও দিক নির্দেশনা একটি বড় বোর্ডে যুক্ত করা আছে পর্যটদেশনা সুবিদারথে
বাংলাদেশ লোকাল গাইড এর 200 তম মিটআপের আয়োজন করা হয়েছিল সুন্দরবনকে কেন্দ্র করে এবং পরিকল্পনা করা হয়েছিল একটি ফরেস্ট বিট ভ্রমণের ।পরিকল্পনা মোতাবেক সরকারি ও বন বিভাগের অনুমতিক্রমে আমরা গিয়েছিলাম কলাগাছিয়া ফরেস্ট বিটে ।
এই ফরেস্ট বিটে রয়েছে বনের ভিতর একটি ট্রেইল , মিঠা পানির পুকুর , ওয়াচ টাওয়ার , কুমির প্রজনন কেন্দ্র আর হরিণ রেসকিউ সেন্টার । লোকালয় কিংবা বন থেকে আহত হরিণ উদ্ধার করে এখানে চিকিৎসা দেয়া হয় এবং যদি মনে করা হয় সেটি বনে পাঠানোর উপযোগী তবে উন্মুক্ত করে দেয়া হয় অথবা আমৃত্যু এখানে লালন পালন করা হয় ।
2016 সালে আমি এই ফরেস্ট বিট ভ্রমনের সময় খাবার খাওয়াচ্ছি একটি হরিণকে
রেসকিউ সেন্টারের ভিতরে কিছু হরিণ অবস্থান করছে আর চার পাশে সুরক্ষার জন্য সুউচ্চ বেড়া দেয়া
পূর্বে কয়েকবার সরকারি কার্যক্রম এর অংশ হিসেবে আমি এখানে ভ্রমণ করেছিলাম তাই এখানকার সবকিছুই আমার চেনাজানা, তাই সদস্যদের কে নিয়ে গেছিলাম পরিচর্যা কেন্দ্রে সেখানে। লোকাল গাইড সদস্যগণ সেখানে কিছু হরিণদের কে খাবার কিনে খাওয়া এবং তাদের সাথে ছবি তুলে রাখে সোনালী মুহূর্তগুলো , কিছু মুহূর্তের ছবি যুক্ত করা হলো ।
একটি চিত্রা হরিণকে আদর করার চেষ্টা করছি আমি মাহাবুব হাসান
খাবারের লোভে লোকাল গাইড সদস্যদের কাছে চলে এসেছে একটি পুরুষ চিত্রা হরিণ ছবি : Nazim
লোকাল গাইড সঞ্জয় দত্তের সাথে একটি চিত্রা হরিণের খুনসুটি
হরিণ দের বিস্কুট খাওয়াচ্ছে মাকিন ভাই
খাবার খাওয়ানোর জন্য লোকাল গাইড দের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে একটি হরিণ
হরিণ কে খাবার দিচ্ছে লোকাল গাইড নুপুর ইসলাম আর মাকিন
হরিণ কে বিস্কুট খাওয়াচ্ছে লোকাল গাইড নাজিম ও সান মুন পাশে দাড়িয়ে ছবি তুলছে কয়েকজন লোকাল গাইড
হরিণের সাথে সেলফি তোলার চেষ্টা করছে লোকাল গাইড সৈয়দ রোমান
হরিণের সাথে সেলফি তোলার চেষ্টা করছে লোকাল গাইড পারভেজ কাওসার
লোকাল গাইড রাসেদ আলমের সাথে একটি হরিণ
লোকাল গাইড কাপল আতিকুল হক ও তাজকিয়া নিজামি
ক্ষিপ্ত একটি হরিণ আমাকে গুঁতো দেয়ার চেষ্টা করছে
200th Meetup Of Bangladesh Local Guides এর আর নানা বিষয়ে জানতে দেখুন নিচে যুক্ত কানেক্ট পোস্ট গুলো
- Barsa Resort: The Venue of the 200th Meetup
- Gift Item - বাংলাদেশ লোকাল গাইডের ২০০তম মেগা মিট আপ থেকে পাওয়া মূল্যবান গিফট
- Meal at the 200th Meetup of Bangladesh Local Guides
- Friendship : ভাতৃত্ব বোধের অনন্য সংযোগস্থল; ঘটনা ঘটেছিল সাতক্ষীরায়
- First Tent Night Experience In My Life
- A campfire and my experience at the BDLG 200th Meet Up
- Exploring KADAMTALA FOREST STATION for the first time @ BDLG TWO HUNDREDS GET TOGETHER
- Visited Sundarban Kalagachia Eco-Tourism Center Satkhira Range
- The story of the achievement and the 200th meetup
- Unique scenery of Sundarbans
- A Bangladeshi woman’s experience of participating in the 200th meet up as a local guide
- তিন টি চিত্রা হরিণ , কিছু লোকাল গাইড সদস্য আর সোনালি মুহূর্তের গল্প
- নৌ ভ্রমনে দেখা সুন্দরবন
- সুন্দরবন এর বানর
- ম্যানগ্রোভ বনের কোলে সূর্য উদয় দেখা
- ২০০তম মিটআপে সুন্দরবনের সৌন্দর্য অন্বেষনে বাংলাদেশ লোকাল গাইড
- ২০০ তম মিটাপ ও সুন্দরবন ভ্রমন সাথে বানরের সাথে আনন্দঘন মুহূর্ত
- My Local Guide Journey and my first meetup
- A Campfire Surrounded by Bunch of Local Guide Under The open Sky, Sharing Their guiding Experiences
- ক্যাম্প ফায়ার ও আলোচনা সভা ২০০ তম মিট আপে; এক ঢিলে দুই পাখি মারার গল্প
- অনন্য মাইলফলকে বাংলাদেশ লোকাল গাইড
- Beauty of Sundarban forest bit 'Kalagachhia Eco Tourism Center
- A Mughal Ruin, Jahaghata Naval Fort
- জাহাজঘাটা নৌদূর্গ, শ্যামনগর, সাতক্ষিরা
#bdlg200 #200meetup #bangladesh #localguidesbd #BDLG #megameetup #mahabubmunna Mahabub Hasan