পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম।

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমরা আমাদের বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত " পতেঙ্গা " সম্পর্কে জানবো।

পতেঙ্গা সমুদ্র সৈকতটি কর্ণফুলীর মোহনায় অবস্থিত, বন্দরনগরী চট্টগ্রাম থেকে এটা ১৪ কিলোমিটার দক্ষিণ অবস্থিত। পতেঙ্গা সমুদ্র সৈকতের স্থানীয়দের জন্য অনেকটা আশীর্বাদ। এই সমুদ্র সৈকত কে কেন্দ্র করে অনেক হোটেল , মোটেল, রেস্তোরাঁ, ছোট ছোট অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

( এই পিকটা facebook গ্রুপ ফটোগ্রাফি থেকে সংগ্রহীত )

:bouquet: আকর্ষণ নীল সমুদ্র…

পতেঙ্গার নুনা কালচে বালি :stuck_out_tongue_closed_eyes:

পবিত্র রমজানে ইফতারির সময় সমুদ্র সৈকতের সুন্দর একটি মুহূর্ত - :bouquet: :smiling_face_with_three_hearts:

( ছবিটি ফেসবুক গ্রুপ থেকে সংগৃহীত)

প্রারম্ভিক বিকেলে সকলের সাথে সূর্যাস্ত উপভোগ করার সুন্দর একটি মুহূর্ত - :black_heart:

© আমি নিজে

সন্ধে সন্ধ্যে ভাব- সেই মুহূর্তের কিছু ছবি দেওয়া হল !

© আমি নিজে

বিস্তীর্ণ সমুদ্র সৈকত!

© facebook গ্রুপ ফোনগ্রাফি থেকে সংগৃহীত ।

আপনাদের অসংখ্য ধন্যবাদ :bouquet:

সেই সাথে পতেঙ্গা সৈকত ভ্রমন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ।

আমার ফেইসবুক লিংক - https://www.facebook.com/MumMijunuddinmasud

Google local guide level 7 -

See what I’ve posted to Google Maps

Level 7 Local Guide

https://maps.app.goo.gl/3CKbZH9nd2FBc9Mf8

11 Likes

Your shots are so nice, @Mijan_uddin_masud @! The first is the bluest photo I have seen here and it looks amazing.

Happy to read from someone from Chittagong; the home of my dear @MAHBUB_HYDER

Oh, Mahbub, where are you?!

2 Likes

Thanks sister, for your comment :smiling_face: hope you will visit our country ( Chittogon - sea Beach :parasol_on_ground: ). Have a nice day :kissing_heart: