আমার প্রিয় শহর ঢাকা

As a local guide, you can tell the story of the city you live in. I want to know your short story about your city. I am writing about my city “Dhaka”.
Add a hashtag below your posts:

#my_favorite_city

( ছবি: হাতিরঝিল)

বাংলাদেশের প্রতিটি শহরই নদী দিয়ে ঘেরা, প্রাকৃতিক নৈস্বর্গে পরিপূর্ণ। একেকটি শহর “সোয়াচ অব নো গ্রাউন্ডের” মতো কৌতহলী রহস্যের অতল সাগর। ঘুরে, জেনে এ রহস্যের তীরে পৌঁছায় সাধ্য কার? মনের তৃষ্ণা মিটাতে হেঁটে এসেছে পাহাড়ে, কখনো সমতলের শষ্য শ্যামলা গ্রামে, কখনো ক্লান্তি ধুয়ে এসেছি সাগরের নোনা জলে। তবুও যে শহরটাকে একটু বেশি জানি, চিনি, যে শহরের জন্য প্রেমিকার মতো টান অনুভব হয় সে শহরটাই আমার প্রিয় শহর, প্রাণের শহর ঢাকা।

( ছবি: বুড়িগঙ্গা নদীতে দেখা সূর্যাস্ত )

কৌশরে আমি বুড়িগঙ্গার অনন্ত যৌবনা রূপ দেখেছি। স্কুল থেকে বাড়ি ফেরার পথে বৃষ্টি এলেই মাঝ নদীতে ঝাপিয়ে সপে দিয়েছে নিজেকে। বুঝেছি পুরনো ঢাকার সূত্রাপুর, শাখারীবাজার, চকবাজার, লালবাগের প্রত্যেকটি অলি গলি একেকটি গোঁলক ধাঁধাঁ। পথ হারিয়ে এদিক-সেদিক ঘুরে হঠাৎ পথ খুঁজে পাওয়ার তৃপ্তিটা অনবদ্য। পুরো শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে ঐতিহাসিক প্রত্নতত্ত্বের নিদর্শন। স্কুল পালিয়ে পথে হাঁটতে হাঁটতে খোঁজ মিলত বন্ধুদের খোশ গল্পে চেনা বউটির লাচ্ছি, ক্যাফেটেরিয়ার কাকলেট, চকবাজারের শাহী কাবাবের। অসহায় দৃষ্টিতে ভিতরে ঢুকে একগ্লাস পানি গিলে বেরিয়ে আসতাম।
বৃষ্টিস্নাত ঢাকার রাজপথে রিক্সার হুড তুলে ঘুড়ে বেড়ানোর শান্তি অতুলনীয়। অজানা কারনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেতের রাস্তাটা আমার খুব প্রিয়। মন খারাপ হলে প্রায়ই চারুকলার পানিহীন পুকুরের পাড়ে বসে ঢিল ছুঁড়ি। না পাওয়ার সব হিসাব এই শুকিয়ে যাওয়া পুকুড়ে ঢিল ছুড়ে চুকিয়ে নেই আর ভাবি, কই এই শহুরে জীবনতো খুব বেশি খারাপনা…

#Bangladesh #bdlg

18 Likes

@MdFerozKabir জনাব আপনার অনুভূতি, আপনার না পাওয়া গুলি পাওয়া হোক এবং শহর আরও সুন্দর ও বৈচিত্রময় এই শুভ কামনা করি।

1 Like

@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্যও অনেক শুভকামনা। :heart:

1 Like

হ্যালো ভাইয়া @MdFerozKabir

দারুণ ভাবে আপনার অনুভূতি আলোকপাত করেছেন, মনোমুগ্ধকর, ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল।

1 Like

@shahinurime অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের ভালো লাগলেই আমার ক্ষুদ্র লেখার সার্থকতা। আপনার জন্যও অনেক শুভকামনা :heart:

2 Likes