বাঙালির নবান্ন উৎসব

বাংলা বছরের অগ্রহায়ণ মাসের প্রথম থেকেই শুরু হয় নবান্ন উৎসব। চিরায়ত বাংলার কৃষকের প্রানের উৎসব “নবান্ন উৎসব”।এই উৎসব আবর্তিত হয় পাকা ধান সংগ্রহ নিয়ে।কৃষকের ফসলের মাঠ নতুন ধানের মৌ মৌ গ্রানে ভরে উঠে।

কৃষক মাঠে নতুন ধান কাটতে কর্ম চঞ্চল হয়ে উঠে।নতুন ধানের চাল থেকে কৃষাণী পিঠা পুলী তৈরী করে।

শীতের আগমনী সময়ে পাকা ধান নিয়ে কৃষকে মুখে হাসি ফিরে আসে।

নবান্ন উৎসবের ইতিহাস হাজারর বছরের।

14 Likes