অপরূপ সৌন্দর্যে গড়া আমাদের এই প্রিয় বাংলা। এ সৌন্দর্য উপভোগী সারা বাংলায় ছুটে চলা অবিরাম। এ যেন ভালোলাগা, এ যেন শান্তির বীজ। তাই আবারও শান্তির খুঁজে ছুটে চলা তেঁতুলিয়ার পথে।
তেঁতুলিয়া বাংলাদেশের সর্ব উত্তর ও পশ্চিম কর্নারে অবস্থিত। এর সাথে রয়েছে ভারতের সীমানা। মহানন্দ নদীর ধারে তেতুলিয়ার অবস্থান।যে নদী থেকে অবিরাম পাথর সংগ্রহ করে চলছে বাংলার পাথর শ্রমিক ভাইয়েরা। এই দিক থেকে বলা চলে তেঁতুলিয়া পাথরের জন্যও বিখ্যাত।
এছাড়া চলতি পথে আমার চোখে বিশাল বিশাল সমতল চা বাগান লক্ষ হলো।
তেঁতুলিয়ার মানুষগুলো খুবই মিশুক। লোকাল যাতায়াত বেশির ভাগ তিন চাকার বেন গাড়ি দিয়ে হয়ে থাকে।
তিনদিন সময়টা তেতুলিয়ায় অনেক সুন্দর কাটলো। শীতল পরিবেশ আর পর্যটন স্থানের সাথে মিশে থেকে।
#bdlgwritingcontest # bdlg200 #200meetup

