ময়নামতি ওয়ার সিমেট্রি(কমনওয়েলথ যুদ্ধ সমাধি)

১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত বিভীষিকাময় দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ভয়াবহতার স্মৃতিচিহ্ন এই স্হান। ময়নামতি ওয়ার সিমেট্রিতে (কমনওয়েলথ যুদ্ধ সমাধি) দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের, যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন শুধুমাত্র তাদেরকেই এখানে সমাদৃত করা হয়। এটা তৎকালীন সেনাবাহিনী দ্বারা শুরু হয়েছিল এবং গ্যারিসন ইন্জিনিয়ার দ্বারাই স্হাপন করা করা হয়েছিলো।

ছবিঃ ময়নামতি ওয়ার সিমেট্রি(বাহির থেকে তোলা)

তাদের বেশির ভাগই তৎকালীন হাসপাতালে আহত চিকিৎসারত মৃত সৈনিকদের। তাছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্হান থেকে মৃত সৈনিকদের লাশ স্থানান্তর করে এখানে দাফন করা হয়। তাদের সংখ্যা টা খুবই কম ছিলো।

তাদের পরিচিতিঃ এখানে সমাধিত ৭৩৭জন সৈনিকের মধ্যে সবাই নিজের দেশের জন্য প্রাণ উৎসর্গ করা বীর। তাদের মধ্যে ব্রিটেনের ৩৫৭ জন, ভারতীয় উপমহাদেশের ১৭৮ জন, পশ্চিম আফ্রিকার ৮৬ জন, জাপানি (যুদ্ধবন্দি) ২৪ জন, পূর্ব আফ্রিকার ৫৬ জন, কানাডার ১২ জন, অস্ট্রেলিয়ার ১২ জন, রোডোশিয়ার ৩ জন, দক্ষিণ আফ্রিকার ১জন, পোলোন্ড ও বেলজিয়ামের ১ জন রয়েছেন।
তৎকালীন সৈনিকদের তথ্য অনুযায়ী তাদের মধ্যে ৩ জন নৌ সৈনিক, ৫৬ জন সৈনিক ও ১৮ জন পাইলট ছিলেন।
ভিতরে প্রবেশ করে উপরের দিকে উঠলে বেশ কয়েকজন মুসলিম সৈনিকদের নাম দেখতে পাবেন।

অবস্থানঃ কুমিল্লা শহর থেকে ৯ কিলোমিটার দূরে কুমিল্লা সেনানিবাসের উত্তর পাশেই এর অবস্থান।

Latitude-Longitude: 23°29’15"N, 91°6’35"E wC

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে কুমিল্লাগামী যেকোন বাসে উঠে কুমিল্লা ক্যান্টনমেন্ট টিপরা বাজার নামে পড়তে হবে। বাস থেকে নেমে রিক্সায় করে সরাসরি উত্তর দিকে কুমিল্লা - সিলেট মহাসড়কের পাশেই ময়নামতি ওয়ার সিমেট্রি। রিক্সা ভাড়া ২০/- টাকা নিবে। পাঁয়ে হেঁটে গেলে ১০ মিনিট সময় লাগবে।
ঢাকা সায়দাবাদ/কমলাপুর থেকে এসি বাসে ৩০০/- টাকা ও ননএসি বাসে ১৮০/- থেকে ২৫০/- টাকা নিবে।

কবে যাবেনঃ শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকে। প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২ টা এবং দুপুর ২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে। তাছাড়া ঈদুল আজহা ও ঈদুল ফিতরের জন্য তিন দিন করে বন্ধ থাকে।

কিছু বিধিনিষেধঃ-

(১)বসে বসে গল্প করা যাবে না।
(২)গেইট বন্ধ থাকলে খোলার জন্য অনুরোধ করা যাবে না।
(৩)যারা শায়িত আছেন তাদের প্রতি সন্মান দেখাইতে হবে।
(৪)ময়লা ফেলা যাবে না।
(৫)ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না।
(৬)ফুল ছেঁড়া যাবে না।
(৭)কোন যানবাহন নিয়ে প্রবেশ করা যাবে না।
(৮)কোন ধরনের খদ্যসামগ্রী নিয়ে প্রবেশ করা যাবো না।
(৯)ঘাসের উপরে বসা যাবে না।
(১০)ছোট্ট বাচ্চাদের নিয়ে প্রবেশ না করাই ভালো।

এখানে প্রবেশের জন্য কোন টিকিট লাগে না। নিচের ইউটিউব লিং থেকে আমরা চাইলে পুরো ওয়ার সিমেট্রি টা দেখে আসতে পারি।

@TusharSuradkar
@FalguniP
@AjitThite
@TravellerG
@Shubham _waman
@Gurukrishnapriya
@Shrut19

33 Likes

@jakiripsc

Masa allah rapi bener,bersih pula.

Semoga pengurus nya selalu sehat dan banyak rizkinya amin.

Semangat y pak.salam kenal

3 Likes

@jakiripsc সন্দর একটি ঐতিহাসিক স্থানের ভ্রমণ বিবরনী আমাদের সংগে শেয়ার করার জন্য জনাব আপনাকে ধন্যবাদ

3 Likes

@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 আপনার মূল্যবান সময় নষ্ট করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

1 Like

@Ocoytea4995 Thank you so much.

1 Like

Sama sama pak @jakiripsc

Selalu sehat y pak dan tambah sukses.amin

2 Likes

আমি ও হাতে সময় পেলে এই সমাধি গুল পরিদর্শন করে আসবো। ধন্যবাদ আমাদের সাথে সেয়ার করার জন্য।

2 Likes

@Aslam_hossain আপনাকেও ধন্যবাদ, সময় নিয়ে পড়ার জন্য।

@jakiripsc ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ঐতিহাসিক স্থানের ভ্রমণ বিবরনী শেয়ার করার জন্য। অনেক কিছু জানতে পারলাম।

2 Likes

@Sajib_Das আপনাকে ধন্যবাদ, কষ্ট করে পড়ার জন্য।

1 Like

I was attracted by your post…

Hmm! There is a place like that here, it is called Maimalari Cemetery, it is right beside the Maimalari cantonment, Maiduguri, but entry into that place is very limited. I was permitted to enter on the grounds because; … is buried there!!! :broken_heart: :cry:

Oh! I cried so much!

I hope one day, the war against the 'Boko Haram’ will be over and everyone can finally have peace and maybe the Cemetery can be opened for people to enter freely.

Most of the rules you have written above also apply there.

How were you able to take the pictures though?

@jakiripsc

1 Like

@Ewaade_3A Thanks for your nice comments.

Actually picture was taken from the outside of the Wair cemetery.

1 Like

Oooh, I see. One is unable to see the Cemetery from outside for this particular place I am talking about. It is well fenced.

Thanks for your prompt reply, what do I call you? @jakiripsc

1 Like

@Ewaade_3A Thanks for your comments.

You can call; as your wish.

1 Like

I was asking for a name, can I call you ‘jakiri or jaki’? @jakiripsc

1 Like

@Ewaade_3A You call call me ‘Jakir’. Thanks-

1 Like

Hi @jakiripsc

Thank you for tagging me.

Please go slow on tagging.

Please do not tag people without their prior permission.

Local guides are feeling bad about it and complaining.

This is a friendly suggestion.

All of your posts are amazing :+1:

Hi @jakiripsc thank you very much for tagging me. I am unable to get English translation here. Hence unable to read your post. Once I get the translation I will surely go through it. Thanks again.