লোকাল গাইড বলতে আমি যা বুঝি, এবং এই প্লাটফর্ম থেকে আমি যা শিখতে পেরেছি ও যা শিখতে চাই

লোকাল গাইড সঙ্গে যুক্ত হওয়া ও এর শুরুটা আমার কাছে একটু ভিন্ন রকমের ছিল।লোকাল গাইড সর্ম্পকে শুরুতে আমার তেমন জ্ঞান ছিল না।আমার একজন বড় ভাই লোকাল গাইড সর্ম্পকে আমাকে প্রথম দিক নিদর্শনা দেন এবং আমি তার মাধ্যমে লোকাল গাইড সম্পকে জানতে পারি। আমি সবসময় চেষ্টা করি লোকাল গাইডের সকল দিক নিদর্শন মেনে কাজ করার কিন্তু তা পরে ও আমার অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় মাঝে মাঝে। আমি প্রতিনিয়ত সেগুলো ঠিক করার চেষ্টা করি।

লোকাল গাইড বলতে আমি যা বুঝিঃ সহজ ভাষা বলতে গেলে লোকাল গাইডিং হলো একটি স্বেচ্ছাসেবা মূলক কাজ। বর্তমানে আমরা অনেকটাই প্রযুক্তিনির্ভর বলতে গেলে আমরা প্রতি নিয়তই দৈনন্দিন কাছে ভিন্ন স্থানে যাই এবং কোন স্থানে যাওয়ার জন্য গুগল ম্যাপ সাহায্য নেই। গুগল ম্যাপ মাধ্যমে যেন মানুষ সঠিক ও নির্ভর যোগ্য তথ্য পায় ও এর সাহায্য যেনো মানুষ উপকৃত হতে পারে এই বেপার গুলো নিয়েই মূলত লোকাল গাইডগন কাজ করে থাকেন যেমনঃ রাস্তা সংযুক্ত করন ,কোন স্থান সংযুক্ত করা,কোন রেস্তোরা খাবারের মান কেমন ইত্যাদি বিভিন্ন বিষয় গুলো নিয়ে লোকাল গাইডগন কাজ করে থাকে।

বাংলাদেশ স্থানীয় গাইড সম্প্রদায় থেকে আমি যা শিখেছি:
Google Maps-এর মাধ্যমে কাজ করে মানুষকে সাহায্য করার হলো স্বেচ্ছাসেবী কাজ।Google Maps-এ সহজে জায়গা যোগ করা বা সরিয়ে দেওয়া, ফটো যোগ করে, জায়গা পর্যালোচনা করে, প্রশ্নের উত্তর দিয়ে লোকেদের সাহায্য করা।গুগল ম্যাপে কী যোগ করবেন না,কিভাবে একটি জায়গা একটি ভাল পর্যালোচনা দিতে হবে,কিভাবে একটি অনুপস্থিত স্থান যোগ করতে হবে, গুগল ম্যাপ সংক্রান্ত সমস্যার সমাধান সব কিছুই লোকাল গাইডে আওয়াতা পরে।এখান থেকে স্থানীয় গাইড সামিট সম্পর্কে জানতে পেরেছি।সামাজিক কাজ,একটি সম্প্রদায় কিভাবে কাজ করে।কিভাবে একটি বড় প্রোগ্রাম সাজানো হয়,যেহেতু এই সম্প্রদায়ে বিভিন্ন সেক্টরের লোক রয়েছে, আমি তাদের মিট আপ থেকে অনেক কিছু জানতে পেরেছি।


#meetup200
#bdlg200
#bdlg
#bangladeshlocalguides
#localguidesbd

5 Likes

Great explanation and interpretation of Local Guides, @Saiful-Islam-Alif !

Thank you for pointing out that we’re volunteering to do this. The LG program draws folks in for all sorts of different reasons; being helpful, photo sharing, excitement for Maps. But your point about Community is what ties it all together. Your photos from all of those community meetups are awesome.

2 Likes