বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি সম্পর্কে আমার ধারনা এবং 200 তম মিটআপে অংশগ্রহণ প্রত্যাশা

বাংলাদেশ লোকাল গাইডস একটি ম্যাপিং কমিউনিটি। এটা ভার্চুয়াল পরিবারের মতো

চলুন তাহলে বিস্তারিত বলি

আমি একজন ট্রাভেলার।
দেশ বিদেশ ঘুরে সব সনয় নতুন কিছু দেখা নতুন কালচার জানার আগ্রহ আমার অনেক আগে থেকেই।
সব সময় গুগল ম্যাপ এর সহায়তা নিলেও প্রথম দিকে গুগল লোকাল গাইড সম্পর্কে কোন ধারণাই ছিল না।
তারপর পরিচিত এক ভাই আমাকে বললেন এই গ্রুপের কথা
গ্রুপে জয়েন হলাম। লোকাল গাইড সম্পর্কে কিছুটা ধারনা হলো। নতুন পোষ্ট দেখতে লাগলাম নতুন বিষয় জানতে লাগলাম। এভাবেই আমিও ম্যাপে নতুন একটা জায়গা নতুন একটা কিছু ম্যাপে এড করতে লাগলাম৷
এড করার পরে অ্যাপ্রভাল হওয়ার অনুভূতি টা সত্যিই চমৎকার।

গ্রুপের এডমিন প্যানেল সহ সবাই খুব আন্তরিক। একে অপর এর সহোযোগিতায় এগিয়ে আসে।

মোটকথা গুগল লোকাল গাইড আমার দ্বিতীয় পরিবার

গুগল লোকাল গাইড আমাদের যেভাবে হেল্প করেঃ ধরুন আমি একটি রেস্টুরেন্টে পিজ্জা খেতে চাচ্ছি কিন্তু জানি না কোনটা ভাল হবে। তখন আমি ম্যাপে খুঁজে একটি রেস্টুরেন্ট পেলাম। কিন্তু এটা কি আসলেই ভাল? খাবার কেমন? সার্ভিস কেমন? পরিবেশ কেমন? পেমেন্ট কিভাবে করতে হয়? এইসব প্রশ্ন আমার মনে আসতে পারে। কিন্তু অন্য লোকাল গাইডরা রিভিউ, ছবি ও অন্য তথ্যের মাধ্যমে কিন্তু আমার সব প্রশ্নের উত্তর দিয়ে রেখেছে তাই আমি হাতের মুঠোতেই সব অথ্য পেয়ে গেলাম। এভাবেই আমরাও অন্যদের সাহায্য করতে পারি।

এছাড়া ম্যাপ আরো বেশি দরকার হয় যখন আমরা অন্য জায়গায় ঘুরতে যাই হোক সেটা দেশের বা বিদেশের কোন জায়গায়।

আমি যে কারণে ২০০ তম মিটআপে অংশগ্রহণ করতে চাইঃ মিটআপে অংশগ্রহণ থেকে নতুন কিছু জানার ইচ্ছে। নতুন অভিজ্ঞতা অর্জন করার ইচ্ছে। সেই জন্য আমি ২০০ তম মিটআপে অংশগ্রহণ করতে চাই। এই মিটআপে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিজ্ঞ লোকাল গাইড গন অংশগ্রহণ করবে আর তাদের অভিজ্ঞতা জানতে পেরে ম্যাপিং সম্পর্কে, গুগল ম্যাপ সম্পর্কে আমার জ্ঞান আরো বাড়াতে পারব বলে আশা করি, যাতে ম্যাপে আরো সুন্দর ভাবে কন্ট্রিবিউট করতে পারি

13 Likes

আমাদের জেলায় স্বাগতম

https://www.localguidesconnect.com/t5/General-Discussion/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%97%E0%A7%9C/m-p/3522231?fbclid=IwAR3hhstepv0e945S5aJ7tI9k14s43Oo0iuLeAKTI_6YdzS2wHP5iFLHTGD4

2 Likes