নদীর তীরে একটি ঘাসের উপর বসে আছি আমি নাসির উদ্দিন আশেপাশে অনেক সুন্দরী গাছের শ্বাসমূল দেখা যাচ্ছে ছবিটিতে
প্রিয় লোকাল গাইড বন্ধুগণ
চলুন দেখি এই পোস্ট থেকে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের শ্বাসমূল এর কিছু ছবি ।
সুন্দরবন মূলত নোনাপানি অঞ্চলের হওয়ায় গাছের অক্সিজেন আদান-প্রদান বা অন্য ক্রিয়াকর্ম সম্পন্ন করে এই শ্বাসমূলের দাঁড়া ।
ইন্টারনেট থেকে যদি শ্বাসমূল সম্পর্কে আমরা আরও জানতে চাই তবে এরকম একটি তথ্য দেখায় " লবণাক্ত ও কর্দমাক্ত মাটির পরিবেশে সুন্দরী, গরান প্রভৃতি উদ্ভিদের প্রধান মূল হতে শাখামূল মাটির উপরে খাড়াভাবে উঠে আ সে। এসব মূলে ছোট ছোট ছিদ্র থাকে, যা শ্বাসকার্যে উদ্ভিদকে সহযোগিতা করে। এ ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বলে। "
চলুন দেখে নেই আরো কিছু সুন্দরবনের শ্বাসমূল ও সুন্দরী গাছের মূলের ছবি
সাগর কুলে বনের শেষ প্রান্তে জেগে উঠা গাছের মূল / প্রকান্ডবনের গহীনে জেগে উঠা পেঁচানো গোচান গাছের মূল
সুন্দরবনের ভেতরে খালের পাশে সুন্দরী গাছ আর শ্বাসমূল
নদীর তীরে শ্বাসমূলের গোড়া দেখা জাচ্ছে সাথে দাড়িয়ে আছে একটি মায়া হরিণ
সুন্দরী গাছের গোঁড়া ও শ্বাসমূল
#bdlg200 #200meetup #bdlg #localguidesbd