বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি সম্পর্কে আমার ধারনা এবং ২০০ তম মিটাপে কেন অংশগ্রহণ করতে চাচ্ছি।
লোকাল গাইড কমিউনিটি বাংলাদেশ সম্পর্কে আমার ধারনা
বাংলাদেশ লোকাল গাইড বাংলাদেশের একটি বৃহৎ কমিউনিটি, বাংলাদেশ লোকাল গাইডে জয়েন করার পরে লোকাল গাইড কমিউনিটি সম্পর্কে আমার কিছু ধারণা তৈরি হয়েছে। যেমন: এখানে আমি জয়েন না করলে বুঝতে ও জানতে পারতাম না গুগল ম্যাপস ও লোকাল গাইড কানেক্ট এর মধ্যে সম্পর্ক কি, বাংলাদেশ লোকাল গাইড কিভাবে কাজ করে এবং গুগল ম্যাপে কিভাবে আমরা অন্যকে সাহায্য করতে পারি। এছাড়াও অফলাইন মিটআপ অনলাইন মিটআপ গুলোর মাঝে জয়েন করে অনেক কিছু শিখতে পেরেছি যেমন: রিভিউ দেওয়া, প্লেস এড করা, রোড এড করা, এবং ইত্যাদি কাজ যা এখনো আমার অনেক কিছু শেখার বাকি আছে। লোকাল গাইড কমিউনিটির মেন্টর ও কমিউনিটির গ্রুপ, মেম্বারা খুবই হেল্পফুল এখানে কোন সমস্যা নিয়ে পোস্ট করলে সাথে সাথেই সবাই একটা সমাধানের পথ বলে দেয়।
কেন আমি ২০০ তম মিটাপে অংশগ্রহণ করতে চাচ্ছি।
বাংলাদেশের এই কমিউনিটির মধ্যে জয়েন করে গুগল লোকাল গাইড গুগল ম্যাপ সম্পর্কে আমি যা জানতে পেরেছি তা আমি জয়েন করার আগে বিগত দুই বছরের ম্যাপ ইউজ করে জানতে পারিনি, একেকটা মেগা মিটআপের জন্য আমাদের আয়োজকদের অন্যরকম এক ধরনের সারপ্রাইজ এর জন্য আমরা অপেক্ষা করি, এবং মিটআপের কয়েকটা পার্ট এ অনুষ্ঠানটি হয়, এবং এসব মিটআপে নানান পেশাজীবীর মানুষ আসে এবং তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় ও তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়। যেমন: এই মিটআপগুলোতে সিনিয়র কমিউনিটি মেম্বাররা তাদের এক্সপিরিয়েন্স, তাদের কন্ট্রিবিউশন এবং বিভিন্ন উপদেশ দিয়ে থাকে যা থেকে নতুন কমিউনিটি মেম্বারদের অনেক কিছু শেখার থাকে। এছাড়াও প্রতিটি মেগা মিটআপে একটি প্রশ্ন
উত্তর পর্ব থাকে যেখানে কমিউনিটি মেম্বারদের যে কেউ প্রশ্ন করতে পারে এবং সিনিয়র মেম্বাররা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকেন। আমি আমার লাস্ট এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি এই প্রশ্নোত্তর পর্ব টা থেকে অনেক কিছু শেখার আছে নিজের সম্মুখীন হওয়ার কিছু সমস্যার যেমন সমাধান পাওয়া যায় ঠিক তেমনি নতুন নতুন অনেক কিছু জানাও যায়।
#meetup200 #bdlg200 #bdlg #bangladeshlocalguides #localguidesbd