আমার এলাকায় কেউ ঘুরতে আসলে একজন লোকাল গাইড হিসেবে আমি যা যা ঘুরে দেখাবো।

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায়, এখানে গ্রাম ও শহর দুটোর আনন্দ পাওয়া যায়, এ থানায় উল্লেখযোগ্য কিছু খাবারের দোকান ও ঘুরার জায়গা রয়েছে, প্রাকৃতিক পরিবেশে ঘোরার জন্য একটি সুন্দর জায়গা, আমি কিছু প্লেস ও খাবার দোকানের অল্প কিছু বিবরণ ও ম্যাপস লিংক শেয়ার করছি।

চান্দ্রা বাজার

চান্দ্রা বাজার ফরিদগঞ্জ থানার অন্যতম একটি বিশাল বড় বাজার, ডাকাতিয়া নদীর পাড় ঘেঁষে এর অবস্থান, এর পাশে রয়েছে সুন্দর একটি চর যার নাম শেখদীর চর নামে সবাই বলে। বিশাল এ বড় বাজারে সপ্তাহে দুই দিন হাট বার বসে শনি ও মঙ্গলবার দূর-দূরান্ত থেকে অনেক লোক আসে বাজারে কেনা বেচা করার জন্য, এখানে অনেক ধরনের খাবার দোকান ও ঘুরে দেখার অনেক কিছু রয়েছে। Google Maps Location Link - https://goo.gl/maps/qu3HmQ44oWJYNZdF9

বাসেক ভাইয়ের চায়ের দোকান

বাসেক ভাইয়ের চায়ের দোকান চান্দ্রা বাজারে অবস্থিত, এই দোকানের দই ও চা এলাকার একটি বিখ্যাত নামকরা দোকানে হিসেবে পরিচিত। Google Maps Location Link - https://goo.gl/maps/Q45sDriSrHURZ9mKA

লোহাগড় মঠ

শতাব্দীর আদি নিদর্শন হিসেবে লোহা গড়ের মঠ অন্যতম, প্রাচীন জমিদার আমলে প্রতাপশালী জমিদার লোহ ও গড় দুই ভাই এ মঠ নির্মাণ করেন, এখানে তিনটি মঠের অবস্থান ছিল, কালের পর্যায়ক্রমে ধ্বংসাবশেষসহ এখনো মঠগুলোর অস্তিস্ত টিকে রয়েছে। Google Maps Location Link - https://goo.gl/maps/Eb7wwJFpyvY27NsW7

ডাকাতিয়া নদীর পাড় (বরাডল খাল পাড়)

ডাকাতিয়া নদীর পাড়, এটি ভরাডল খাল নামেও পরিচিত, এখানে নদীতে জোয়ার ভাটা হয়, নদীতে নৌকায় চড়ে ঘুরে বেড়ানো যায়। Google Maps Location Link - https://goo.gl/maps/ZdvUavsyAt2VB7A18

ধানুয়া মিনি হাওড়

ধানুয়া মিনি হাওড় দুপাশে যেদিকে চোখ যায় বর্ষাকালে অনেক সুন্দর দেখা যায় পানি আর পানি, এটাকে কেন্দ্র করে এখানে ছোট একটি পর্যটন কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে। Google Maps Location Link - https://goo.gl/maps/ukvnZD5WAr2BDdHm7

আউয়াল সুইটস

হাজী আওয়াল সুইটস ফরিদগঞ্জ শহরে অবস্থিত, এখানের স্পঞ্জের রসগোল্লা খুবই বিখ্যাত এবং টেস্ট মুখে লেগে থাকার মত, টাইম মিলিয়ে গেলে গরম গরম মিষ্টি খাওয়া যায় সাথে পরোটা এখানে দইও অনেক সুস্বাদু। Google Maps Location Link - https://goo.gl/maps/cR1hDK3vvdjXty5N6

রূপসা জমিদার বাড়ি

রূপসা জমিদার বাড়ি হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি একটি জমিদার বাড়ি তখনকার আমলে জমিদার এখানে বসবাস করত, কালের পরিক্রমায় জমিদারদের কিছু, নিদর্শন এখানে রয়েছে। Google Maps Location Link - https://goo.gl/maps/FGXXJzeQR2hp3of19

সাহেবগঞ্জ নীল কুটি

ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নে সাহেবগঞ্জ নীলকুঠি অবস্থিত, এটি পর্তুগিজদের দুর্গ কিংবা সাহেবগঞ্জ নীলকুঠি নামে পরিচিত, এখানে নীলকুঠিতে বসে ইংরেজরা নীল চাষী কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করতো, সাহেবগঞ্জ নীলকুঠি অনেক অংশেই আজ রক্ষণাবেক্ষণের অভাবে বিলীনের পথে, এখানে ইংরেজ নীলকর ছাড়লেই সাহেবের দিঘী ও রয়েছে আছে ধ্বংসাবশেষ ওয়াচ টাওয়ার। Google Maps Location Link - https://goo.gl/maps/GeK29BUY96ydbBz1A

এ ছাড়াও ফরিদগঞ্জের মাঝে আরও অনেক সুন্ধর জায়গা রয়েছে।

#bdlg200 #200meetup #bdlg #localguidesbd #bangladeshlocalguides

25 Likes

Thanks for this intro to your area @nurealam123 highlighting places on Maps - think about including a photo in your posts as it makes your thumbnail look more attractive.

Paul

2 Likes

খুবই ভাল লাগল

1 Like

হ্যালো প্রিয় @nurealam123 ভাই সুন্দর পোস্ট তবে @PaulPavlinovich যা বলেছে সাথে প্লেস গুলোর ছবি এড করে দিলে খুন সুন্দর হতো!

2 Likes