বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি সম্পর্কে আমার ধারণা
লোকাল গাইড বলতে আমরা বুঝি গুগলের একটি প্রোগ্রাম। মূলত গুগল ম্যাপে কন্ট্রিবিউশন করার জন্য বানানো হয়েছে। এই যে ম্যাপে আমরা বিভিন্ন জায়গা, ছবি, রিভিউসহ অন্যান্য তথ্য দেখতে পাই এসব এমনিতেই আসে নাই। এই প্রোগ্রামের আওতায় থাকা লোকাল গাইডরা এই তথ্যগুলো দিয়ে থাকে। যারা ম্যাপে এইসব তথ্য প্রদান করে তারা হল লোকাল গাইড।
আমি আগে দূরে কোথাও ঘুরতে গেলে বা বিভিন্ন কাজে গেলে । গুগল ম্যাপ এ দূরত্বটুকু দেখতাম। এভাবে ম্যাপে ঘাটাঘাটি করতে করতে এক সময় দেখলাম বিভিন্ন স্থানের ছবি,ওই জায়গা সম্পর্কে বিভিন্ন তথ্য মানুষ দিচ্ছে।এগুলো দেখে ইচ্ছে করলো আমিও যদি দিতে পারতাম। তারপর আমার এক বন্ধুর মাধ্যমে বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির তথ্য পাই। তারপর কমিউনিটির বিভিন্ন মানুষের মাধ্যমে জানতে বুঝতে ও শিখতে পারি কিভাবে ম্যাপে কাজ করতে হয়। শুরু থেকেই নিয়ম মেনে ম্যাপে কন্ট্রিবিউশন করতে থাকি।
বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটিতে কেন যুক্ত হলাম?
আমি কমিউনিটিতে যুক্ত না হলে জানতে পারতাম না কীভাবে ম্যাপে কাজ করতে হয়। সঠিকভাবে কাজ করতে পারতাম না। কমিউনিটিতে যোগ দিয়েছি মূলত সঠিকভাবে জেনে বুঝে কাজ করার জন্য।
বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটিতে যুক্ত হয়ে কী পেলাম?
কমিউনিটিতে যুক্ত হয়ে জানতে পারলাম কী ভাবে বিভিন্ন জায়গার ছবি যুক্ত করতে হয়। কিভাবে রিভিউ দিতে হয়। যখন কমিউনিটিতে যুক্ত ছিলাম না তখন পয়েন্টের জন্য একই স্থানের অনেকগুলো ছবি আপলোড দিতাম, অসম্পূর্ণ রিভিউ দিতাম। কিন্তু কমিউনিটিতে যুক্ত হওয়ার পর বুঝতে পারলাম একই স্থানের পয়েন্ট এজন্য অযথা ছবি না দেওয়া, গুছিয়ে সম্পূর্ণ তথ্য দিয়ে রিভিউ দেওয়া। যদি কমিউনিটিতে যুক্ত না থাকতাম তা হলে ভুল ভাবেই কাজ করে যেতাম।
তাছাড়াও কমিটিতে বিভিন্ন জেলার মানুষের সাথে পরিচয় হয়ে ঔসব জেলা সম্পর্কে জানতে পারলাম অনেক কিছু। সকলের সাথে ভাল সম্পর্ক। বিভিন্নজন বিভিন্ন পেশায় নিয়োজিত আছে, তাই যেকোনো কাজে সাহায্য সহযোগিতা পাওয়া যায়। কমিউনিটি সকলকে একই পরিবারের মত মনে হয়।
বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটিতে যুক্ত হয়ে কানেক্টে সম্পর্কে ধারনা
বাংলাদেশ লোকাল কমিউনিটির মাধ্যমে জানতে পারি
লোকাল গাইড দের জন্য লোকাল গাইড কানেক্ট নামে একটি প্লাটফর্ম আছে।
তারপর লোকাল গাইড কানেক্টে যুক্ত হই। কিভাবে পোস্ট দিতে হয় তা শিখতে পারলাম। কানেক্ট সম্পর্কে আগে কোন ধারনাই ছিল না। কমিউনিটিতে যুক্ত না হলে জানতই পারতাম না কানেক্ট সম্পর্কে।
কানেক্ট যুক্ত হয়ে সারা পৃথিবীর লোকাল গাইডের সাথে পরিচয়। বিভিন্ন দেশের মানুষের ভাষা, শিক্ষা, সংস্কৃতি সম্পর্কে ধারনা পেলাম কানেক্টে যুক্ত হয়ে।
বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির সাথে বিভিন্ন সময়ে মিট আপের বর্ণনা
কমিউনিটির সাথে আমি প্রথম ১০০ তম মিট আপে যুক্ত হয়েছিলাম। চট্টগ্রামে হয়েছিল মিট আপ।
অনেক কিছু জানতে ও বুঝতে পারি। ম্যাপস সম্পর্কে অনেক ভুল ধারনা দূর হয়। অনেক নতুন মানুষের সাথে পরিচয় হয়। অনেক বেশি ভালো লাগে।
এছাড়াও আরো ৪টি মিট আপে আমি যুক্ত হতে পেরেছিলাম।
কেন ২০০ তম মিটাতে অংশগ্রহণ করতে চাই
বাংলাদেশ লোকাল গাইড কমিটির মিটআপের সময় হলেই অন্যরকম এক ভাল লাগা কাজ করতে থাকে নিজের ভিতরে। কেননা অনেক দিন পর সবার সাথে দেখা হওয়া অনেক কিছু জানা বুঝতে পারা। নতুন একটি জয়গায় ভ্রমণ হওয়া।
আমি ১০০ তম মিট আপে যুক্ত ছিলাম দেখতে দেখতে এখন ২০০ তম মিট আপের সময় হয়ে গেছে। ২০০ তম মিট আপে ও যুক্ত হয়ে ভালো কিছু সময় উপভোগ করতে চাই। অনেক দিন ধরে মিট আপে যুক্ত হতে পারতেছি না বিভিন্ন কারণে। এবার যদি ২০০ তম মিট আপে যুক্ত হতে পারি তা হলে অনেক ভাল লাগবে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকান গাইডরা আসবে সবার সাথে দেখা হবে অনেক কিছু জানা হবে।
২০০ তম মিট আপে মূলত আমি যুক্ত হতে চাচ্ছি এই কারণে,লোকাল গাইড কানেক্ট সম্পর্কে ভাল করে আরো অনেক কিছু জানার জন্য। সঠিক নিয়ম গুলো আরো ভাল ভাবে জেনে বুঝে কাজ করার জন্য।
সর্বশেষ বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির জন্য শুভকামনা ও দোয়া রইল।
আশা করি খুব সুন্দর ও সফল মিট আপ অনুষ্ঠিত হবে।
#meetup200 #bdlg200 #bdlg #bangladeshlocalguides #localguidesbd