বিভিন্ন জায়গার লোকেশন দেখার জন্য মোবাইলে গুগোল ম্যাপস ইনস্টল করি সেটা ২০১৬ সালের দিকে। তারপর জিমেইল আকাউন্ট খুলে ইউজার তৈরী করি ও আমি গুগোল ম্যাপসে ২০১৬ সাল থেকেই ছবি আপলোড করতাম। তখন গুগোল ম্যাপসকে ফ্যামিলি এলবাম বানিয়ে ফেলেছিলাম। আর ছবি আপলোড বা রিভিউ লিখলেই দেখতাম পয়েন্ট যোগ হতো। তখন কন্ট্রিবিউশন সম্বন্ধে জানা ছিল না। এই ভাবে ফেসবুকে একদিন বাংলাদেশ লোকাল গাইড এর খোঁজ পেলাম। আমি জানতাম না লোকাল গাইড বিষয়টি কি? আমি বুঝেছিলাম যে হয়তো এটি একটি টুরিস্ট গাইডের মত কিছু। আমি বাংলাদেশ লোকাল গাইড এর ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করা আরম্ভ করি এবং বাংলাদেশ লোকাল গাইড এর গ্রুপে যুক্ত হওয়ার অনুরোধ পাঠায় এবং তা গ্রহণ হয়।
২০১৯ সালে প্রথম বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির সাথে পরিচিত হই। তখন লোকাল গাইড বিষয়টি সম্বন্ধে জানতে পারি। গুগোল লোকাল গাইডস হচ্ছে গুগলের একটি প্রোগ্রাম যেটি মূলত গুগল ম্যাপে কন্ট্রিবিউশন করার জন্য বানানো হয়েছে। এই যে ম্যাপে আমরা বিভিন্ন জায়গা, ছবি, রিভিউসহ অন্যান্য তথ্য দেখতে পাই এসব এই প্রোগ্রামের আওতায় থাকা লোকাল গাইডদের অবদান। যারা ম্যাপে এইসব তথ্য প্রদান করে তারা হল লোকাল গাইড। আগে যেমন টুরিস্টরা আসলে লোকাল গাইড ভাড়া করে তাদের থেকে তথ্য জানত ও নির্দেশনা নিত তেমন এখন এই প্রোগ্রামের বদৌলতে আমরা গুগোল ম্যাপের মাধ্যমে তাদের গাইড করতে পারি।
আরও জানতে পারি ‘বাংলাদেশ লোকাল গাইড’ যাত্রা শুরু করে ২০১৪ সালের প্রথম দিকে, আর ওই বছরের শেষের দিকে এসে বাংলাদেশে কার্যক্রমের জন্য অনুমতি পায় এই কমিউনিটি। প্রতিবছর ৭ মার্চ এই কমিউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। শুরুর দিকে শুধু ১৮টি দেশে গুগল ম্যাপ ভিত্তিক এই প্ল্যাটফর্ম কমিউনিটি পরিচালনা করা হতো। তাদের কমিউনিটির কার্যক্রম কয়েকটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে ফেসবুক গ্রুপে ম্যাপভিত্তিক সমস্যার সমাধান করা।
লোকাল গাইডের অফিসিয়াল কমিউনিটি ফোরাম আছে যেখানে আপনি নিজের গল্প, প্রশ্ন, সাজেশন পোস্ট করতে পারেন। এর নাম লোকাল গাইডস কানেক্ট ফোরাম। সেখানে বাংলাদেশের বিভিন্ন বিষয় তুলে ধরাও এই কমিউনিটির অন্যতম কাজ। যেমন—খাবার, সংস্কৃতি, স্থানীয় গল্প, মিট আপ উৎসবসহ নানা রকম বিষয়বস্তু। ওসবের পাশাপাশি মিটআপে যে আলোচনা হয়ে থাকে সেগুলোর সারসংক্ষেপ প্রকাশ করা হয়।
মূলত এ কমিউনিটির সদস্যরা গুগল ম্যাপে নির্ভুলভাবে বিভিন্ন রাস্তা, প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা যুক্তকরণ ও অন্যান্য তথ্য হালনাগাদ এবং ম্যাপে ভুল তথ্য সংশোধন করে থাকে। কখন কী খোলা থাকবে বা বন্ধ থাকবে, সময়সূচি, ওয়েবসাইট লিংক, ফোন নম্বর, ছবি যুক্ত করা, সার্ভিস গ্রহণ এরপর রিভিউ দিয়ে থাকে জায়গাটা কেমন তা তুলে ধরা, হুইল চেয়ার প্রবেশ করে কিনা, কিডস ফ্রেন্ডলি কিনা, পার্কিং ব্যবস্থা আছে কি নেই, করোনা মহামারি চলাকালীন কোনো প্রতিষ্ঠান মাস্কসহ প্রবেশ নিয়ে যাচাই করে কিনা এবং অন্যান্য প্রশ্নের উত্তর দিয়ে থাকে যা অন্য কোনো ম্যাপ ব্যবহারকারীকে সহজেই তার তথ্য খুঁজে পেতে সাহায্য করে। মূলত গুগল ম্যাপ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে সহজ ও সাবলীল এবং ম্যাপের উপযোগিতা বাড়ানোর লক্ষ্যে ভলান্টিয়াররা বিনা পারিশ্রমিকে কাজ করে থাকেন।
বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির পক্ষ থেকে মিট-আপ আয়োজন করে থাকে। এসব মিটআপের মধ্যে আমরা হেলথ ক্যাম্প, ব্লাড গ্রুপিং, পরিচ্ছন্নতা অভিযান, ম্যাপ এপিআই বা কাস্টর ম্যাপিং নিয়ে সেমিনার, ফটোওয়াকসহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।
ম্যাপের সার্বিক কার্যক্রমের পাশাপাশি সমসাময়িক বিষয়, তথ্য-প্রযুক্তি, দেশি সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়। প্রতিবছর মার্চে আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে নারী পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সামনে আনা হয়। এ ছাড়া গুগল স্মল বিজনেস প্রগ্রামকেন্দ্রিক নানা আয়োজন পরিচালিত হয়। অ্যাকসেসিবিলিটি নিয়ে গুগল ম্যাপ ব্যাপক কাজ করছে, সেটার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ লোকাল গাইডও অ্যাকসেসিবিলিটি ফ্রেন্ডলি জায়গাগুলো যেমন—হুইলচেয়ার নিয়ে প্রবেশ করা যায় কি না বা অন্ধদের জন্য চেয়ার-টেবিল পাওয়া যায় কি না ইত্যাদি আপডেট করছে। তারা এখন নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে সবাইকে উৎসাহ প্রদানের জন্য কাজ করছে। এ ছাড়া কিছু দাতব্য কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আমি যা শিখেছি সহজে বলতে গেলে সবসময় অন্যের কাজে লাগে এমন তথ্য দিতে হবে। নিজের সেলফি, নিজের বাড়ি ম্যাপে যুক্ত করে কোন লাভ নেই। এগুলো স্পাম এবং আপনার একাউন্ট রিমুভ হতে পারে। সবসময় সঠিক তথ্য দেয়ার ব্যাপারে খেয়াল রাখতে হবে। এছাড়া লোকাল গাইডস এর কিছু রুলস ও পলিসি আছে যেগুলো একজন ভাল লোকাল গাইডের পরে নেয়া উচিৎ।
মাহাবুব হাসান ৩ বছর তিনটি অ্যাওয়ার্ড গ্রহণ করেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আয়োজিত বাৎসরিক সামিট ‘কানেক্ট লাইভ’ থেকে। ৪ বছর গুগলের হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠানে মাহবুব হাসান পর পর ডাক পেয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। তার নেতৃত্বে ২০১৭ সালে গুগল লোকাল গাইড বাংলাদেশ কমিউনিটি বিশ্বসেরা কমিউনিটির স্বীকৃতি অর্জন করে।
ইতিমধ্যেই ২০০তম মিটআপ আয়োজন শুরু হয়ে গেছে। আগামি ২৩-২৪ই ডিসেম্বর খুলনা বিভাগের কোন একটি স্থানে আয়োজন হবে। এই মিট আপে আমার চাওয়াঃ
১) গুগল ম্যাপস ও লোকাল গাইডস কানেক্ট ফোরাম হালনাগাদ বিষয়াদি।
২) লোকাল গাইডস কানেক্ট ফোরাম নিয়ে বিশদ আলোচনা।
৩) লোকাল গাইডস কানেক্ট ফোরাম এর গাইডিং স্টার নিয়ে বিশদ আলোচনা।
৪) বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটিকে বাংলাদেশ পর্্যটন কর্পোরেশনের নিকট থেকে স্বীকৃতি নিয়ে আলোচনা।
৫) রিভিঊ স্পাম হয়ে গেলে পরিত্রাণের উপায়।
ধন্যবাদ ও কৃতজ্ঞতাঃ @MahabubMunna @Designer_Biswajit @AbdusSattar @GaziSalauddinbd আপনাদের সহযোগিতার জন্য।
Re: বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি সম্পর্কে আপনার ধারনা কি এবং কেন 200 তম মিট আপে অংশগ্রহণ করতে চান ।
#meetup200 #bdlg200 #bdlg #bangladeshlocalguides #localguidesbd