গোধূলী লগ্ন

“গোধূলি” বলতে, সূর্যাস্তের পর ও রাত শুরু হওয়ার মাঝের সময়টিকে বুঝানো হয়। “সন্ধ্যাকাল” ও বলা যায়। “গোধূলি লগ্ন” বলতে, সেই সন্ধিক্ষনের নির্দিষ্ট মুহূর্তকে বুঝানো হয়।

“গোধূলি”, শব্দটির ব্যাখ্যায় বলা হয়, দিনের শেষে, রাতের আগে, যখন মাঠ থেকে রাখাল গরুর পাল নিয়ে গোয়ালে ফেরে, তখন গরুর পায়ের খুড়ের আঘাতে, পথের ধুলো উড়তে থাকে। তাই, এ সময়কে “গোধূলি” বলা হয়। “গোধূলি” লগ্নে, “বিবাহ অনুষ্ঠান” সম্পন্ন করার বিধান আছে। “গোধূলি” কালের শুভমুহূর্তটি “গোধূলি লগ্ন” বলে, বিবেচিত হয়।

13 Likes

Hi @Sumon_Panday

Very good exllent photo graphy

1 Like

@venkatesh32 thank you :v: