আমাদের ঢাকা শহর আসলেই এটা আজব শহর। এখানে একটা সময় সবকিছু নিস্তব্ধ হয়ে গেলেও রাতগুলো তার সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত।
ছবিঃ উজ্জ্বল আলোতে রমনা পার্ক
খোলা আকাশের দিকে তাকালে চোখে পড়বে অজস্র নক্ষত্র, যাকে আমরা বলি তারা।
ছবিঃরাতের নিরবতা
বড় বড় অট্টালিকা গুলোর দিকে দূর থেকে মনে হবে অনেকগুলো জোনাকি পোকা একসাথে গুড়গুড় করছে।
ছবিঃ রাতের নিরবতা
ছবিঃ রাতের নিরবতা
দিনের বেলায় শহরের দৃশ্যটা পুরোপুরি ভিন্ন। শুধু ব্যাস্ততা আর ব্যাস্ততা। চারিদিকে শুধু হর্ন আর শব্দ।
28 Likes
Dhaka has to be interesting because it is your city and you @jakiripsc knows what you are talking about.Thanks for sharing those pictures of the city some of my t-shirts were made.
2 Likes
@IamJoseFelixAranda Thank you so much for sharing with us.
1 Like
The night view of Dhaka is really amazing @jakiripsc thanks for sharing it with us buddy
.
1 Like
@Mukul_Anand Thank you so much.
2 Likes
সুন্দর লেখনী।
আপনার লেখায় মাধুর্যতা আর বৈশিষ্ট্যময়তা আছে।
গুছিয়ে লিখতে পারেন আপনি
1 Like