ভুটান ভ্রমণ

বাই রোডে ভুটান ভ্রমনের ইচ্ছে ছিল অনেকদিনের। শেষমেশ আকাশপথে ভুটান যাওয়ার সুযোগ মিলল। আকাশপথে ভুটানের শিডিউল মেলানো খুবী কষ্টের। অনেক হিসাব নিকাশের পরে দ্রুক এয়ারের টিকেট বুক হল। ভিসা অন এরাইভাল, তাই এক্সট্রা কোন ঝামেলা নেই।

ভুটানের ট্যুরিস্ট স্পটগুলো মুলত দুটি শহর কেন্দ্রিক। ভুটানের রাজধানী থিম্পু এবং ভুটানের পশ্চিমে অবস্থিত শহর পারো। আমরা এই দুটো শহরের পাশাপাশি পুনাখা ও হা ভ্যালী ভ্রমন করেছিলাম।

যাতায়াত ও খরচঃ প্লেন ভাড়া ২০,০০০/=, হোটেল + খাওয়া + ঘুরা ২০,০০০/=, ৪ দিন, ৩ রাত, হা ভ্যালীর জন্য এক্সট্রা ৮,০০০ থেকে ১০,০০০ খরচ হতে পারে। গ্রুপ অনুযায়ী গাড়ি ভাড়া করতে হবে, বেশি মানুষ হলে খরচ কমে আসবে।

আজকে ছবিতে দেখব সেই ভ্রমনের কিয়দংশঃ

13 Likes

আপনার ভ্রমন সংক্রান্ত তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ

2 Likes

Thanks for sharing this beautiful post with us, you explain it really well. Picture of lord Gautam Buddha is amazing @Kbc2023 :blush: .

2 Likes

@Kbc2023 আপনার ছবিগুলো দেখে আমার যাওয়ার ইচ্ছে আরো বেড়ে গেছে।

বর্তমানে ভুটানে গেলে প্রতিদিনের জন্য ২০০ ডলার করে ট্যাক্স দিতে হবে। যেটা ভুটান সরকার সেখানের সাসটেইনেবল ডেভেলপমেন্ট এর কাজে লাগাবে।

1 Like

@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 অনেক ধন্যবাদ।

@Mukul_Anand অনেক ধন্যবাদ।

1 Like

@Saiyen অনেক ধন্যবাদ।