বাই রোডে ভুটান ভ্রমনের ইচ্ছে ছিল অনেকদিনের। শেষমেশ আকাশপথে ভুটান যাওয়ার সুযোগ মিলল। আকাশপথে ভুটানের শিডিউল মেলানো খুবী কষ্টের। অনেক হিসাব নিকাশের পরে দ্রুক এয়ারের টিকেট বুক হল। ভিসা অন এরাইভাল, তাই এক্সট্রা কোন ঝামেলা নেই।
ভুটানের ট্যুরিস্ট স্পটগুলো মুলত দুটি শহর কেন্দ্রিক। ভুটানের রাজধানী থিম্পু এবং ভুটানের পশ্চিমে অবস্থিত শহর পারো। আমরা এই দুটো শহরের পাশাপাশি পুনাখা ও হা ভ্যালী ভ্রমন করেছিলাম।
যাতায়াত ও খরচঃ প্লেন ভাড়া ২০,০০০/=, হোটেল + খাওয়া + ঘুরা ২০,০০০/=, ৪ দিন, ৩ রাত, হা ভ্যালীর জন্য এক্সট্রা ৮,০০০ থেকে ১০,০০০ খরচ হতে পারে। গ্রুপ অনুযায়ী গাড়ি ভাড়া করতে হবে, বেশি মানুষ হলে খরচ কমে আসবে।
আজকে ছবিতে দেখব সেই ভ্রমনের কিয়দংশঃ