আমি একবার গুগল লোকাল গাইড প্রোগ্রাম থেকে সাসপেন্ড হয়েছিলাম। তখন আমি এই বিষয়ে অনেক পড়াশুনা করি। বেশ কিছু লোকাল গাইড এক্সপার্টদের সাথে আলোচনা করি। সেই আলোকে আমার প্রোফাইল ক্লিন করি। এবং অবশেষে আপিল করে পুনরায় প্রোফাইল ফিরে পাই। গুগল ম্যাপস এ কিভাবে ছবি আপলোড করবেন এবং ছবি তুলবেন তা আমি এই পোস্টে আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের মাঝে শেয়ার করবো।
ডিসক্লেইমার
এখানে আমি যে যে বিষয় গুলো উল্লেখ করবো তার সব কিছুই হয়তো গুগলের অফিসিয়াল স্টেটমেন্ট না। তবে এগুলো আমার গবেষণা, এক্সপার্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্য, এবং ব্যক্তিগত অভিজ্ঞতা। এগুলো ফলো করলে আশাকরি আপনার প্রোফাইল নিরাপদ থাকবে।
মিথ্যা ছবি আপলোড করবেন না
যে ছবি আপনার নিজের ক্যামেরায় বা মোবাইলে তোলা না তা আপলোড করা থেকে বিরত থাকুন। ভুলেও ইন্টানেট থেকে ডাউনলোড করে বা অন্যের তোলা ছবি আপলোড করবেন না। এটি একটি মারাত্মক কপিরাইট লঙ্ঘন এবং ক্রাইম।
নিম্নমানের ছবি আপলোড করবেন না
আপলোড করার আগে ছবি গুলোর গুণগত মান যাচাই করুন। অনেক ছবির মধ্য থেকে সব থেকে ভালো কোয়ালিটির ছবি আপলোড করুন। ছবি তোলার আগে পর্যাপ্ত আলো আছে কিনা দেখে নিন। রাতে এবং অন্ধকারে ছবি তুলবেন না। সম্ভব হলে অনুকূল সময়ে পুনরায় ফিরে এসে ছবি তুলুন। ব্লার এবং ঝাপসা ছবি আপলোড করবেন না। চলন্ত গাড়ি থেকে ছবি তুলবেন না।
একই ছবি বারবার আপলোড করবেন না
এক ছবি অনেক গুলো বা একাধিক স্থানে আপলোড করবেন না। এটি একটি মারাত্মক ভুল। ব্যাংক, চেইন সুপার শপ বা রেস্টুরেন্ট ইত্যাদি প্রতিষ্ঠানের ইন্টেরিয়র ডিজাইন সাধারণত একই রকম থাকে। তাই সেই সমস্ত প্রতিষ্ঠানের ছবি তুলার এবং আপলোড করার সময় বিশেষ সতর্ক থাকুন।
একই ধরণের ছবি আপলোড করবেন না
একই স্থানের একই ধরণের একাধিক ছবি আপলোড করবেন না। এটি একটি মারাত্মক অন্যায়। দরকার হলে জায়গা বদল করে ভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলুন।
ছবিতে মানুষের মুখ দেখাবেন না
ছবি তুলার আগে খেয়াল করুন যাতে কোনো মানুষের চেহারা দেখা না যায়। সেলফি, নিজের ছবি, গ্রূপ ছবি, ফ্যামিলি ছবি, বাচ্চাদের ছবি আপলোড করা থেকে একদম বিরত থাকুন। এটি গুগল গাইডলাইনে সম্পূর্ণ ভাবে নিষেধ করা আছে। একদমই মানুষ ছাড়া ছবি তোলা না গেলে চেহারা ব্লার করে দিন। ছবিতে থাকা গাড়ির নাম্বার প্লেট ব্লার করে দিন।
একই স্থানে অনেক গুলো ছবি আপলোড করবেন না
এক স্থানে সর্বোচ্চ কয়টি ছবি আপলোড করতে পারবেন সে ব্যাপারে গুগলের ক্লিয়ার কোনো নির্দেশনা নেই। তবে খেয়াল রাখবেন ছবি যাতে অনেক গুলো না হয়ে যায়। বিভিন্ন স্থানের প্রয়োজন অনুযায়ী আপনি ছবি আপলোড করতে পারেন। তবে খেয়াল রাখবেন এটি যাতে মানুষের বিরক্তির কারণ না হয়ে যায়। ছবির সংখ্যা ৫ থেকে ৭ টি মধ্যে থাকলে ভালো হয়।
কখনোই পয়েন্টের জন্য দৌড়াবেন না
ছবি তোলার এবং আপলোড করার সময় এটি মানুষের আসলেই কোনো কাজে আসবে কিনা তা অবশ্যই খেয়াল রাখবেন। বেশি পয়েন্ট পাবার লোভে বাজে কোয়ালিটির এবং অপ্রয়োজনীয় ছবি আপলোড করা থেকে বিরত থাকুন। পয়েন্ট সংগ্রহ করার অনেক টেকনিক আছে। সেগুলো জেনে নিন।
সম্ভব হলে ছবি তোলার সময় জিপিএস অন রাখুন
ছবি তোলার সময় জিপিএস অন রাখার কোনো বাধ্যবাধকতা নেই। তবে অন রাখা ভালো। সম্ভব হলে ছবির তোলার ৩/৪ মিনিট আগে/পরে মোবাইলের জিপিএস এবং ইন্টারনেট অন করে নিন। অন করে এক জায়গায় দাঁড়িয়ে না থেকে একটু নড়াচড়া করুন।
আরো কিছু টিপস
কেউ যাতে আপনার ছবিতে কোনো কারণে রিপোর্ট করতে না পারে সেই দিকে খেয়াল রাখুন। গুগলের এপিআই থেকে এটি বেশি ভয়ংকর। মাঝে মাঝে ইনকগনিটো মোড থেকে আপনার আপলোড করা ছবি গুলো চেক করুন এবং সংখ্যা কাউন্ট করুন। হাইড হয়ে যাওয়ায় ছবি গুলো ডিলিট করে দিন।
এরই বাহিরে আপনার জানামতে যদি কোনো টিপস থাকে তা কমেন্টস করে জানাতে পারেন। আমার এই পোস্ট আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে, শেয়ার এবং লাইক করবেন। সময় নিয়ে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
