আমার চোখে বাংলাদেশ লোকাল গাইড এর ১৯০তম মিট-আপ

গত ৫ আগষ্ট ২২ তারিখে “কানেক্ট ডে বাংলাদেশ ২০২২” মিট-আপটি অনুষ্ঠিত হয় [জিন্দা পার্কে](http://Zinda%20Park 01716-260908 https://maps.app.goo.gl/2TvauVVz3UUPUCXS7)। যা নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত।

উপঢৌকন বিতরণঃ ভেনুতে উপস্থিত হওয়ার পর সবাই সুশৃংখলভাবে উপঢৌকন এর প্যাকেট গ্রহণ করেন। প্যাকেটে ছিল একটি করে টি-শার্ট, চাবির রিং, মিট-আপ এর আইডি কার্ড এবং ফুড টোকেন।

ক্যাপশনঃ লোকাল গাইডদের সুশৃংখল উপঢৌকন সংগ্রহের স্থিরচিত্র।

পরিচিতি পর্বঃ আয়োজক কমিটির শুভেচ্ছা বার্তার পর শুরু হয় পরিচয় পর্ব। উক্ত পর্বে সকলেই তাদের নিজ নিজ পরিচয় দেন। এর মাধ্যমে দূর দূরান্ত থেকে আসা লোকাল গাইডদের সম্পর্কে সকলে একটা প্রাথমিক ধারণা পায়।

ক্যাপশনঃ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত লোকাল গাইডদের পরিচিতি পর্ব চলছে।

ভেন্যু পরিদর্শনঃ পরিচয় পর্বের পর সবাই বেরিয়ে পড়ে ভেন্যু পরিদর্শনে। এসময় সকল লোকাল গাইডগন জিন্দা পার্কের বিভিন্ন স্থাপনা অবলোকন করেন। সেখানে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি ছিল স্কুল, লাইব্রেরি, রেস্টুরেন্ট, মসজিদ সহ দৃষ্টিনন্দন আরো অনেক কিছু। প্রতিটি স্থাপনার সাজসজ্জায় ছিল প্রকৃতির ছোঁয়া। যা প্রতিটি লোকাল গাইডের মন ছুঁয়ে গেছে।

জুম্মার নামাজঃ পার্কের মনোরম পরিবেশ পরিদর্শনের পরে উক্ত পার্কের কাঠের মাধ্যমে সুসজ্জিত মসজিদে নামাজ আদায় করা হয়।

দুপুরের খাবারঃ নামাজের পরেই জিন্দা পার্কের অভ্যন্তরীণ রেস্টুরেন্ট থেকে খাবার চলে আসে আমাদের ভেনুতে। পূর্বে সরবরাহকৃত ফুড টোকেনের মাধ্যমে সবাই নিজ নিজ খাবার গ্রহণ করেন।

প্রশ্ন-উত্তর পর্বঃ দুপুরের খাবারের পরপর-ই আয়োজন করা হয় প্রশ্ন-উত্তর পর্ব। এ পর্বে লোকাল গাইডদের ম্যাপিং সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান এবং প্রশ্নের উত্তর দেয়া হয়।

খেলাধুলাঃ দেশের বিভিন্ন জায়গা থেকে যেখানে লোকজন এসেছে সেখানে বিনোদনের ব্যবস্থা হবে না তা কি করে সম্ভব। তাই আয়োজক কমিটি তিনটি আকর্ষণীয় খেলার আয়োজন করেন।

  • বোতলে চুরি পরানোঃ একটি লম্বা লাঠির মাথায় সুতার সাহায্যে চুরি বাঁধা থাকে। সেই চুরি নির্দিষ্ট দূরত্ব থেকে বোতলে ঢুকানো। এর জন্য প্রত্যেককে ১৫ সেকেন্ড করে সময় দেওয়া হয়।
  • মারবেল দৌড়ঃ একটি চামচে মার্বেল নিয়ে তা মুখে রেখে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা। যে প্রথমে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারবে সে বিজয়ী।
  • চেয়ার ছিটিং(Chair Sitting): কতগুলো চেয়ার গোলাকার করে সাজিয়ে মিউজিকের সাথে চেয়ার গুলোর পিছন দিয়ে চক্রাকারে ঘুরতে থাকা। মিউজিক বন্ধ হওয়ার সাথে সাথে চেয়ারে বসতে হবে। যারা বসতে পারবে না তারা বাদ পড়বে। (চেয়ারের পরিমাণ কম দেয়া হয়)

পুরস্কার বিতরণীঃ লোকাল গাইডদের বিভিন্ন এক্টিভিটিস এর উপর ভিত্তি করে কয়েকজনকে এবং প্রতিটি খেলায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। পরিশেষে সকলের উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করে কেক কাটা এবং স্নাক্স বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। (উভয়ের স্পন্সর ছিল Le Delicia)

ক্যাপশনঃ পুরস্কার বিতরণের প্রস্তুতি চলছে।

যাদের শ্রম এবং সাহায্যের কারণে উক্ত প্রোগ্রামটি এমন সুন্দর ভাবে সম্পূর্ণ হয়েছে তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও আমরা এরকম আরো অনুষ্ঠান উপহার পাবো।

25 Likes

Hello @MthSabbir

I have just released your post from the Spam Filters. I would like to apologize for your post being marked as spam. Our filters run 24/7 and they can be a little harsh at times. You can visit this article to learn more - Why was my Connect post marked as spam?

Thank you :pray:

3 Likes

Thanks for giving it back @KashifMisidia

(I edited this multiple times)

3 Likes

আমি মিটআপে উপস্থিত হতে পারিনি, তবে আপনার লেখা পড়ে এবং ছবি দেখে দুধের স্বাদ ঘোলে মিটালাম। ধন্যবাদ ভাই লেখার জন্য

3 Likes

স্বাগতম @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ভাই।

আশা করি পরবর্তী মিট-আপে দেখা হবে ইনশাআল্লাহ

1 Like

This content has been removed.

2 Likes

Captured some magic inside the mystery box :laughing: @user_not_found

1 Like

মজার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেলেন ভাই।

3 Likes

জি ভাই, এই জন্যই লিখা :blush: @MonirHB

2 Likes

@MthSabbir অনেক শিক্ষনীয় ছিলো এই মিটআপ টা। ধন্যবাদ আমাদের সকল আয়োজকদের সাথে যায় অনেক পরিশ্রম করেছেন মিটআট টা সফল করার জন্য এবং যারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে মিটআপে যুক্ত হয়েছিলেন।

2 Likes