হাতিরঝিল ওয়াটার বাস ভ্রমন

হাতিরঝিল ওয়াটার বাসে করে আপনি খুব সহজে যানজট এড়িয়ে কাওরানবাজার, পুলিশ প্লাজা, রামপুরা ব্রীজ ও গুলশান -১ গুদারা ঘাট এর মধ্যে যাওয়া-আসা করতে পারবেন। অনেক নিরাপদ একটা ভ্রমণ। সময়ও কম লাগে।

ছবিঃ যাত্রীর জন্য অপেক্ষা

ওয়াটার বাস রুটঃ
১) কাওরানবাজার(এফডিসি) টু পুলিশ প্লাজা টু কাওরানবাজার(এফডিসি)।
২) কাওরানবাজার(এফডিসি) টু গুলশান-১ গুদারা ঘাট টু (এফডিসি)।
৩) কাওরানবাজার(এফডিসি) টু রামপুরা ব্রীজ টু কাওরানবাজার(এফডিসি)।

ভাড়াঃ রামপুরা ব্রীজ টু পুলিশ প্লাজা এবং পুলিশ প্লাজা টু রামপুরা ব্রীজ ২০টাকা করে টিকিট। অন্য সব কয়টি রোডে টিকিট মূল্য ২৫টাকা করে।

ছবিঃ সারিবদ্ধভাবে যাত্রীরা উঠছেন

ছবিঃ সারিবদ্ধভাবে যাত্রীরা উঠছেন

আসন সংখ্যাঃ ছোট ওয়াটার বাসে সর্বোচ্ছ ৪০জন এবং বড় ওয়াটার বাসে সর্বোচ্ছ ৮০ জন করে যাত্রী যাওয়া আসা করতে পারেন।

ছবিঃযাত্রীরা ওয়াটার বাসে

সময়ঃ সকাল ৭টা হতে রাত ৯টা পর্যন্ত সপ্তাহে ৭দিন। যাত্রীর চাপ বেশি হলে রাত ১০টা পর্যন্ত চলে।

যাত্রীঃ গুলশান ও কাওরানবাজার এলাকার চাকুরী জীবিরা সকাল-বিকালের যানযট এড়াতে ওয়াটার বাস ব্যবহার করেন। তাছাড়া বন্ধের দিনগুলোতে গুঁড়তে আসা মানুষের যাত্রীর-চাপ চোখে পড়ে।

বন্ধঃ সাধারণত ঈদের সময় তিন দিন চলাচল বন্ধ রাখা হয়।

ওয়াটার বাস সংখ্যাঃ ছোট বাস ১২টা এবং বড় বাস ৬ টা রয়েছে।

খারাপ দিকগুলোঃ মাঝে মাঝে দীর্ঘ সময় ধরে ওয়াটার বাসের জন্য অপেক্ষা করতে হয়। ওয়াটার বাসের সংখ্যা বাড়াতে হবে। কাউন্টারের সামনে ছাউনির পরিমাণ যথেষ্ট না থাকায়, রোদ বৃষ্টিতে যাত্রীদেরকে অনেক কষ্ট করতে হয়। তাছাড়া হাতিরঝিলের পানিতে প্রচুর পরিমানে দুরগন্ধ রয়েছে যা অনেকের জন্য কষ্টকর হয়।

24 Likes

Thanks for sharing all these helpful information with us @jakiripsc :blush: .

1 Like

@Mukul_Anand Thank you too.

1 Like

এই একটা মাত্র উদ্দ্যেগ ঢাকাবাসী র অনেক উপকার হয়েছে। @jakiripsc

1 Like

ট্রাফিক জ্যামের শহরে এ এক দারুণ জিনিস।

একবার চড়েছিলাম।

1 Like

@MohammadPalash ভাই ঠিকই বলেছেন, ধন্যবাদ।

@Soykot_azam আসলেই অসাধারণ একটা বিষয় এটা।