ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা || চট্টগ্রাম

মেলার মূল ফটক-

চট্টগ্রামে চলছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের মেলা।।

চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি কনভেনশ৷ হল প্রাঙ্গনে নানা ধরনের কুটির শিল্প পণ্যের পসরা সাজিয়ে চলছে এই মেলা। পুরো সেপ্টেম্বর মাস জুড়েই মেলা চলবে।।

মেলায় পাবেন তাঁতের শাড়ী, মৃতশিল্পের পণ্য, মেয়েদের কসমেটিক আইটেম, বাচ্চাদের খেলনা সামগ্রী, নানা ধরনের সিরামিকের পণ্য, দেশী আচারসহ হরেক রকমের জিনিস।।

মেলায় শিশুদের বিনোদনের জন্যে রয়েছে ছোট্ট একটি কিডস জোন এবং একটি ফুড কোড।

মেলার সার্বিক নিরাপত্তা প্রদানের জন্যে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যারা আশে পাশেই আছেন ঘুরে আসতে পারেন।। বন্ধের দিনে একটু ভীড় থাকে।।

মৃৎশিল্পের পণ্য-

10 Likes

মেলা! মেলা! মেলা আমাদের শহরে মেলা হচ্ছে ভাইয়া @Engr_Sayam

3 Likes