সীতাকুণ্ড ঝরঝরি ঝর্ণা

#ঝরঝরি_ট্রেইল :heart: :heart:

চট্টগ্রামের সীতাকুণ্ড রেইঞ্জের সবচাইতে বুনো ট্রেইল বলা হয় এই ঝরঝরি ট্রেইলকে। এই ট্রেইলে মোটামুটি দেখবেন… জোঁক, বানর, সাপসহ নানা প্রাণী। এছাড়া ফলের মৌসুমে এই ট্রেইলে পাবেন আম, কাঁঠাল, জামসহ আরও নানাকিছু :blush:

সীতাকুন্ড এর নিকটবর্তী #পন্থিছিলায় এর অবস্থান। এই ঝর্ণাটায় বলা যায় প্রায় সারা বছরই কমবেশি পানি থাকে। এ বছর বৃষ্টি কম হলেও এখনও ঝর্ণায় ভাল পানি আছে :blush: আমরা গত ২৩ আগষ্ট রোজ মঙ্গলবার গিয়েছিলাম এই ঝরঝরি ট্রেইলে। আশানুরূপ পানি পেয়েছি। যারা ঝর্নায় ঘুরে আসতে চান তারা এই ঝর্ণাটায় যেতে পারেন।

বৃষ্টি কম হলেও পানি পাবেন ইনশাআল্লাহ

:heart: যাওয়ার উপায়ঃ সীতাকুণ্ড #পন্থিছিলা বাজারে নেমে উত্তরপাশে সোজা রোড ধরে হেটে ঝিরি ধরে ১ ঘন্টা হাঁটলেই এই ঝর্ণার দেখা পাবেন। ঝর্ণার উপরে সুন্দর একটা ক্যাসকেট এবং একটা খুম দেখবেন।

ক্যাসকেট

তার থেকে আরও ঘন্টাখানেক হেঁটে ভেতরে গেলে দেখবেন মূর্তিঝর্ণা এবং মাইনের মার খুম :blush: যারা চেনেন না তারা স্থানীয় একজন গাইড ২০০/৩০০ টাকা দিয়ে নিয়ে যাওয়া ভাল :slightly_smiling_face:

ঝিরিপথে হাটার মজাই আলাদা। :blush:

10 Likes

#ঝরঝরি_ট্রেইল :heart: :heart:

চট্টগ্রামের সীতাকুণ্ড রেইঞ্জের সবচাইতে বুনো ট্রেইল বলা হয় এই ঝরঝরি ট্রেইলকে। এই ট্রেইলে মোটামুটি দেখবেন… জোঁক, বানর, সাপসহ নানা প্রাণী। এছাড়া ফলের মৌসুমে এই ট্রেইলে পাবেন আম, কাঁঠাল, জামসহ আরও নানাকিছু :blush:

সীতাকুন্ড এর নিকটবর্তী #পন্থিছিলায় এর অবস্থান। এই ঝর্ণাটায় বলা যায় প্রায় সারা বছরই কমবেশি পানি থাকে। এ বছর বৃষ্টি কম হলেও এখনও ঝর্ণায় ভাল পানি আছে :blush: আমরা গত ২৩ আগষ্ট রোজ মঙ্গলবার গিয়েছিলাম এই ঝরঝরি ট্রেইলে। আশানুরূপ পানি পেয়েছি। যারা ঝর্নায় ঘুরে আসতে চান তারা এই ঝর্ণাটায় যেতে পারেন।

বৃষ্টি কম হলেও পানি পাবেন ইনশাআল্লাহ

:heart: যাওয়ার উপায়ঃ সীতাকুণ্ড #পন্থিছিলা বাজারে নেমে উত্তরপাশে সোজা রোড ধরে হেটে ঝিরি ধরে ১ ঘন্টা হাঁটলেই এই ঝর্ণার দেখা পাবেন। ঝর্ণার উপরে সুন্দর একটা ক্যাসকেট এবং একটা খুম দেখবেন।

ক্যাসকেট

তার থেকে আরও ঘন্টাখানেক হেঁটে ভেতরে গেলে দেখবেন মূর্তিঝর্ণা এবং মাইনের মার খুম :blush: যারা চেনেন না তারা স্থানীয় একজন গাইড ২০০/৩০০ টাকা দিয়ে নিয়ে যাওয়া ভাল :slightly_smiling_face:

ঝিরিপথে হাটার মজাই আলাদা। :blush:

1 Like

Hi @Engr_Sayam ,

Thank you for sharing about this beautiful trail in Chittagong! Is it your first time visiting this trail?

I would like to inform you that since what you shared is related to travel recommendation, I am changing the topic label of your post to Travel to keep Connect organized.

For more details about topics on Connect, I recommend you to review this article What are Connect topics?

Hi @Engr_Sayam ,

We saw that you have an identical post about a trail near Sitakunda and to keep Connect organized I am merging the two posts into one.

Okay, please do the needful

Yes this my first time travel there. Please keep the topics as travel.