Google Maps এ কি ভাবে যে কন্ট্রিবিউট শুরু করেছি তা মনে নাই। তবে কন্ট্রিবিউট করলে পয়েন্ট পাওয়া যায়, তাই বেশি বেশি ছবি দিয়ে কন্ট্রিবিউট করতাম পয়েন্ট পাওয়া আর লেভেল আপ করার নেশায়। তখনও জানতাম না কন্ট্রিবিউট করার নিয়ম-কানুন গুলি।আমি ইংরেজীতে র্দূবল তাই Google এর নিয়ম-কানুন গুলি পড়তাম না। শুধুই পয়েন্ট আর লেভেল আপের নেশায় বুদ হয়ে থাকতাম। তার ফলে অনেক অপ্রয়োজনীয় এবং মুখ বুঝা যায় এমন অনেক ছবি পোষ্ট করে ফেলেছি।2020 সালের শেষের দিকে ফেসবুকের মাধ্যমে Bangladesh Local Guides কমিউনিটির সাথে পরিচয় হয়।তারপর থেকে কমিউনিটির সদস্যদের পরামর্শে কন্ট্রিবিউট করতে থাকি। এর মধ্যে এই কমিউনিটির 7 Years Celebration Meet-Up এ অংশ গ্রহনের জন্য আগ্রহীদের রেজিস্ট্রেশন ঘোষনা আসে, আমিও রেজি: করি এবং বিভিন্ন নিয়ম-কানুন সম্পন্ন শেষে আমি মনোনিত হয়। দুখের বিষয় হলো 7 Years Celebration Meet-Up of Bangladesh Local Guides at Project Hilsha য় উপস্থিত হতে পারিনি। তবে কমিউনিটির সম্মানিত মডারেটরগন আমার পুরুস্কার বা গিফট্ কুরিয়ারের মাধ্যমে আমাকে দেয়। এই কুরিয়ারের মাধ্যমে পুরুস্কার বা গিফট্ প্রাপ্তি শুরু হয় এবং পুরুস্কার প্রাপ্তি সব সময় আনন্দের। সর্বশেষ মেগা মিটআপConnect Day Bangladesh মিট আপের ঘোষনা হলে আমিও রেজি: করি এবং বিভিন্ন নিয়ম-কানুন সম্পন্ন শেষে আমি মনোনিত হয়। দুখের বিষয় হলো Connect Day Bangladesh Meet-Up উপস্থিত হতে পারিনি। তবে কমিউনিটির সম্মানিত মডারেটরগন আমার পুরুস্কার বা গিফট্ কুরিয়ারের মাধ্যমে আমাকে দেয়। এই গিফট্ বা পুরুস্কার কিন্তু আগের গুলির থেকে ভিন্নমাত্রা যোগ করেছে এই কমিউনিটির জন্য কাজ করার ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও মনোযোগী করেছে।কারণ সংযুক্ত ছবিতে যে ওয়াটার পট দেখা যাচ্ছে তা আমাকে দেওয়া হয়েছে, “কানেক্ট ফোরামে সবচেয়ে বেশি একটিভ থাকার কারণে অর্থাৎ হেল্পফুল কানেক্ট ইউজার” হিসাবে। এটা জানার আমি খুবই আনন্দিত এবং কমিউনিটির মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি আপনারা যে জন্যে আমাকে পুরুস্কৃত করেছেন তার মান যেন রাখতে পরি। এই প্রাপ্তি আপনদের জানাতে পেরে আরও ভাল লাগছে এবং আপনাদের সুপরামর্শের অপেক্ষায় থাকলাম।
লেখার ভূল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
36 Likes
@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 দারুণ, চালিয়ে যান।
2 Likes
@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।
2 Likes
@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 অভিনন্দন রইলো ভাই, এভাবেই কাজ চালিয়ে যান এবং প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আমাদের জন্যও পরামর্শ দিয়ে যাবেন। আমিও যেতে চাই বাংলাদেশ লোকাল গাইডের প্রতিটি অনুষ্ঠানে।
![]()
2 Likes
Many many congratulations to you @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 thanks for sharing your achievement with us. Best of luck and keep guiding
.
2 Likes
@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 আপনার সুন্দর সময় গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
1 Like
