কলা পিঠা পর্টি

আজ সকালে এক পিঠা পার্টির নিমন্ত্রণ পেয়েছিলাম, পার্টিতে উপস্থিতও হয়েছিলাম। অনেক ধরনের পিঠার আয়োজন হয়েছে, তবে একটা পিঠা ছিলো যা সাধারণত দেখা যায় না। হয়তো এভাবে যে পিঠা করে বা করে যায় সেটা জানেনই না। পিঠিা টা হচ্ছে কলা পিঠা।

ছবিঃ কলা পিঠা-০১

পিঠা গুলো ছিলো কলাপাতা দিয়ে মোড়ানো। পাতা খুলে খুলে খেতে হয়। এভাবে না নরমাল অবস্থায় ২/৩ দিন রেখে দেওয়া যায়, নষ্ট হয় না।

ছবিঃ কলা পিঠা-০২

ছবিঃ কলা পিঠা-০৩

পিঠার মুল উপাদান হচ্ছে চাউলের গুড়া, চিনি/গুড়, পাকা কলা।

পাকা কলা ছিলে নেবার পর চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে মন্ড তৈরী করে নিতে হবে। মন্ডের মধ্যে যথেষ্ট পরিমানে চিনি অথবা গুড় মিশিয়ে নিতে হবে। এই পিঠা সরাসরি আগুনে চেকা যাবে না। সাধারণত গরম পানি ভাপ দিয়ে তৈরী করে নিতে হয়।
অনেক মজা করে আমরা খেয়েছি, তাই এই ভালো লাগাটা সবার সাথে শেয়ারিং করে নিলাম

29 Likes

@jakiripsc খুবই মজার একটা পিঠা, গ্রামে বেশি খাওয়া হতো, ধন্যবাদ তুলে ধরার জন্য।

1 Like

@jakiripsc পিঠা সাধারণত সুস্বাদুই হয়ে থাকে কিন্তু আজ কাল অনেক পিঠা দেখায় যায় না। তালে পিঠা, কাঠালের পিঠা, আরও কতই না পিঠা দেখেছি। অনেক সুন্দর হয়েছে ভাই। :heart: :heart: :heart:

1 Like

@AbubakarCtg6027 আপনাকেও ধন্যবাদ। আসলে এই যান্ত্রিক যুগে আমরা গ্রাম থেকে অনেক দূরে সরে গিয়েছি।

যারা গ্রামে আছেন তারা প্রায়ই এর স্বাদ নেন। আমরাতো গ্রামে আসাই ভুলে যাচ্ছি।

@jakiripsc ভাইয়া কলা পিঠা দেখতে অসাধারন লাগতেছে।এর স্বাদ কখনো ভোগ করা হয় নি। খুব ভালো লাগলো নতুন কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য।

1 Like

Wow so interessing tnx for share :smiling_face: :pray:t2: @jakiripsc

1 Like

এই প্রথম পরিচিত হলাম ধন্যবাদ @jakiripsc

1 Like

@Gezendunyali Thank you so much.

1 Like

@KhokonSharker একটা সময় রেগুলার এটা করতো গ্রামে। এখন হয়না বল্লেই চলে। ধন্যবাদ।

এমন পিঠার ব্যাপারে আজই জানতে পারলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

1 Like