কাশ্মীর নাকি সুইজারল্যান্ড❓

কাশ্মীর বা সুইজারল্যান্ড কোনটার সাথেই আমি মিলাতে চাইনা এই তুলনার বিষয়টা আমার কাছে খুব বিরক্তিকর লাগে।

শহীদ সিরাজ হ্রদ বা শহীদ সিরাজ লেক অনেকে (“নীলাদ্রি হ্রদ” বা “নীলাদ্রি লেক” নামেও পরিচিত) ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত একটি হ্রদ।

একেবারে সীমান্তবর্তী ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পের পরিত্যক্ত এই খোয়ারীটি ১৯৪০ সালে চুনাপাথর সংগ্রহ শুরু করে। এখানে চুনাপাথর সংগ্রহ করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় নির্মিত আসাম বাংলা সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠিয়ে প্রয়োজনীয় চাহিদা মিটানো হত। ১৯৪৭ সালে দেশভাগের পর বিভিন্ন সমস্যা ও ব্যয় বৃদ্ধি দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় এর সকল কার্যক্রম।

পরে ১৯৬০ সালে সিমেন্ট ফ্যাক্টরী চালু রাখার জন্য চুনা পাথরের প্রয়োজনে ভূমি জরিপ চালিয়ে সীমান্তবর্তী ট্যাকেরঘাট এলাকায় ৩২৭ একর জায়গায় চুনাপাথরের সন্ধান পায় বিসিআইসি কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে ১৯৬৬ সালে খনিজ পাথর প্রকল্পটি মাইনিংয়ের মাধ্যমে র্দীঘদিন পাথর উত্তোলন করা হয়। ১৯৯৬ সালে এই প্রকল্পটি একটি লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোয়ারী থেকে চুনাপাথর উত্তোলন বন্ধ করে দেয়।

তবে পাথর উত্তোলন বন্ধ যেন প্রকৃতি প্রেমীদের জন্য সাপেবর হয়েছে। প্রকৃতি ফিরেছে তার আপন রুপে মেলে দিয়েছে তার মনোমুগ্ধকর সকল রুপ। তাই তো অনেকে সুনামগঞ্জ কে কাস্মীর এর সাথে তুলনা করে। আমি অবশ্য কোন তুলনায় যেতে রাজি নই তবে ইহার রুপ দেখে অবশ্যই আপনাকে নিজের অজান্তে হলেও সৃষ্টিকর্তার শোকরিয়া আদায় করতে হবে।

সুনামগঞ্জ ভ্রমনে গেলে অবশ্য প্রধান আকর্ষণ হচ্ছে টাঙ্গুয়ার হাওর।

টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশর দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি ।

.

প্রতি বছরই বর্ষা, শীতে টাংগুয়ার হাওড় এ দেশী - বিদেশী পর্যটক দের মেলা বসে । একেক ঋতুতে একেক রুপ ধারন করে এই হাওড় । এই টাংগুয়ার হাওড় কে কেন্দ্র করে নদী ও হাওড় ভিত্তিক পর্যটন এর অনেক টা রেভুলেশন ঘটে গিয়েছে বাংলাদেশ এ ।

ক্যাপশনঃ সীমান্ত ঘেষা শহীদ সিরাজ লেক। তবে এক ট্রাভেলার ভাই নাম দিয়েছে নীলাদ্রি লেক।

ক্যাপশনঃ এত সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা মানে যেখানে গেলে মন ভালো না হবার কোন সুযোগ ই নেই।

ক্যাপশনঃ অতি আবেগে অনেকে কাস্মীর বা সুইজারল্যান্ড এর সাথে তুলনা করলেও খুব একটা ভুল কিছু নাহ।

ক্যাপশনঃ এক বিকেল নয় হাজার বিকেল কাটালেও ক্লান্তি লাগবে নাহ।

ক্যাপশনঃ নীলাদ্রি নাম টা খুব মানানসই।

26 Likes

@MohammadPalash লেক টা আসলেই খুব সুন্দর।

ইনশাআল্লাহ যাওয়ার ইচ্ছে আছে।

ধন্যবাদ আপনাকে সুন্দর বর্ননা আর ছবির জন্য।

4 Likes

সুন্দর লেখা ও ছবির জন্য ধন্যবাদ

3 Likes

@MohammadPalash সুন্দর প্রকৃতি ও সৌন্দর্য্যে আমাদের এই প্রিয় মাতৃভূমি, অসংখ্য ধন্যবাদ তুলে ধরার জন্য।

3 Likes

@MohammadPalash কাশ্মীরা বা সুইজারল্যান্ডের থেকেও অনেক বেশি সুন্দর একটা জায়গা। অসাধারণ ছবি, :heart: :heart: :heart:

3 Likes

জি একদম ধন্যবাদ @Shakilbd0

2 Likes

সুন্দর মন্তব্য র জন্য ধন্যবাদ :heart: @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05

1 Like

শোকরিয়া ভাইয়া @MahbubIslam

1 Like

@MohammadPalash স্বাগতম ভাই :heart: :heart: :heart:

2 Likes

সাথে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া @AbubakarCtg6027

তিন বন্ধু মিলে গিয়েছিলাম, নেক্সট সাইকেলে যাওয়ার ইচ্ছে আছে ইনশাআল্লাহ।

1 Like

অসাধারণ একটা জায়গা, ভালো লাগলো ছবিগুলো দেখে। ধন্যবাদ।

1 Like

অসাধারণ পোস্ট। আগামী মাসে আসছি।

1 Like