একজন লোকাল গাইডের চোখে মিটআপ'২০২২

দিনটি ছিলো শুক্রবার। সরকারি ছুটির দিন ছিলো বলেই যেতে পেরেছি। এটা ছিলো আমার জন্য দ্বিতীয় বার। গিয়েছি সেই জিন্দা পার্ক।

ছবিঃমিটআপ বাস টিকিট

আমি যাত্রা শুরু করেছিলাম বনশ্রী-ঢাকা থেকে। বাসা থেকে বের হয়েছিলাম সকাল ০৭ঃ৩০ মিনিটে। বাসা থেকে সরাসরি বাইকে করে কুড়িল বিশ্বরোড। কুড়িল বিশ্বরোড় থেকে বাসে(আগে থেকেই নির্দিষ্ঠ করা) করে সরাসরি জিন্দা পার্ক।

ছবিঃ আমি নিজেই ক্যামের বন্ধি

অনেক কিছুই শিক্ষার ছিলো। অনেকের সাথে পরিচয় হয়েছিল।

ছবিঃপরিচয় পর্ব চলছে

বিশেষ করে পরিচয় পর্বে জানতে পেরেছি অনেকে অনেক দূর থেকে এসেছেন। এটা শুধুমাত্র সম্ভব হয়েছিল আমরা একে অপরকে ভালোবাসি বলে।

ছবিঃ লোকাল গাইডদের সাথে

পার্কের ভিতরের মসজিদে জুম্মার নামাজ পড়েছি।

ছবিঃ জিন্দাপার্ক মসজিদ

দুপুরের খাওয়া শেষ করে ছবি তুলতে বের হয়ে পরলাম।

ছবিঃপার্কের ভিতরে বাঁশের সাঁকো

ছবিঃপার্কের লেক পারে।

আমি একটা গিফটও পেয়েছি, যেটা আমার জীবনের প্রথম গিফট একজন লোকাল গাইড হিসেবে।

ছবিঃ আমার গিফট

পার্কের ভিতরকার পরিবেশ টা অনেক সুন্দর ছিলো। অনেক নিরব নির্জন একটা জায়গা।

ছবিঃ পার্কের ভিতরকার বাঁশঝাড়

ছবিঃ পার্কের ভিতরকার স্কুল

ছবিঃGO PRINT pack

তবে শৃঙ্খলা যে কি জিনিস, আমরা যে কতোটা শৃঙ্খলাবদ্ব হয় কিছু একটা করতে পারি এটা এই মিটআপে না গেলে বুঝতে পারতাম না।
ধন্যবাদ সবাইকে।

41 Likes

@jakiripsc আপনার অভিজ্ঞতা শেয়ার করার অনেক ভালো লাগলো এবং ছবি গুলো অনেক সুন্দর। :heart: :heart: :heart: :flushed:

1 Like

@jakiripsc

ভাই আপনার সুন্দর পোস্ট টা শিয়ার করার জন্য ধন্যবাদ।

1 Like

আপনাকে ধন্যবাদ।

1 Like

লেখার জন্য ধন্যবাদ

1 Like

@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 আপনাকেও ধন্যবাদ।