ঐতিহাসিক বজরা শাহী মসজিদ

বজরা শাহী মসজিদ নোয়াখালীর সবচাইতে উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থাপনা গুলোর মধ্যে অন্যতম। এই মসজিদটি ১৮ শ শতাব্দীতে নির্মিত।এই মসজিদ ১৭৪১ সালে বজরার মোগল জাইগীরদার আমনুলাহ ৩০ একর জায়গায় একটি দীঘি খনন করেন। দীঘী খনন কালে একটি গম্বুজ পাওয়া যায়। এতে করে এই স্থানে আগেও একটি মসজিদ ছিল বলে ধারণা পাওয়া যায়। আয়তাকার এই মসজিদটি উত্তর দক্ষিনে লম্বাটে। মসজিদটি আয়তন ৮৬ বর্গফুট। মসজিদের উপরে বড় তিনটি গম্বুজ এবং চার কোনে চারটি মিনার রয়েছে।বজরা শাহী মসজিদ নির্মানে মোগল স্থাপত্য রীতি অনুসরণ করা হয়েছে।মসজিদের পূর্ব দিকের দরজায় একটি ফার্সি ফলকে এই মসজিদ ১৭৪১-৪২ সালে মোগল সাম্রাট মুহাম্মদ শাহের রাজত্ব কালে আমানুলাহ কর্তৃক নির্মিত হয়।
বজরা শাহী মসজিদ বাংলাদের মসজিদ গুলোর মধ্যে অন্যতম।

19 Likes

জাবো একদিন, বাড়ির পাশে আছে @Javedhossain7 ধন্যবাদ :heart: :sparkling_heart: :heart: :sparkling_heart:

2 Likes

@Javedhossain7 ঐতিহাসিক বজরা শাহী মসজিদে তথ্য জেনে অনেক খুশী হলাম এবং ছবি গুলো অনেক সুন্দর। :heart: :heart: :heart:

1 Like

গেলে আমাকেও নক দিয়েন, আমি লাকসাম থাকি।

1 Like

অনেক অনেক ধন্যবাদ

1 Like

@Javedhossain7 অনেক নাম সুনেছি আর ছবি দেখেছি কিন্তু কখনো যাওয়া হয় নাই । ধন্যবাদ পোস্ট করার জন্য সম্ভব হলে যাওয়ার উপায় তা লিখে দিবেন

3 Likes

আপনার মন্তব্য দেখে পুলকিত হয়েছি ভাই। ঢাকা থেকে নোয়াখালীর যে কোন বাস যেমন- একুশে, ঢাকা এক্সপ্রেস, হিমাচল, আল বারাকা, ইকোনো বাসে বলবেন বজরা শাহী মসজিদ নামাই দিতে ভাড়া ৪০০-৫০০ টাকা নিবে। মেইন সড়কের পার্শেই এটার অবস্থান।

1 Like

নিজ জেলা :black_heart:

সুন্দর লিখেছেন।