মধ্যাহ্ন ভোজে চেখে দেখুন ঢালা খিচুড়ি

ঘরের বাইরে সাধারণত ভুনা খিচুড়ি সকলেই খেয়ে থাকি, কিন্তু ঢালা খিচুড়ি রেস্টুরেন্টে এই প্রথম খেলাম।

আইটেম: আচারী খিচুড়ি, চিকেন মসলা, ডিমের ওমলেট।

স্বাদ: খাবার খুবই সুস্বাদু ছিলো। খিচুড়ির সাথে আমের আচার ছিলো যা খিচুড়ির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ডিমের ওমলেট স্বাদ রেগুলার।

বনানী ১২ নং রোডে অবস্থিত [ঢাকা মেট্রো রেস্টুরেন্ট ](http://Dhaka Metro Restaurant 1st floor, House- 37 Rd 12, Dhaka 1212 01978-834274 Google Maps)এ ল্যাটকা খিচুড়ি ছাাড়াও অনেক কিছু পাবেন।

দাম : খিচুড়ি মুরগি মসালা ২৬০

ডিমের ওমলেট ৬০ (দুই পিস)

রেটিং : ১০/১০

লোকেশন : [Dhaka Metro Restaurant ](http://Dhaka Metro Restaurant 1st floor, House- 37 Rd 12, Dhaka 1212 01978-834274 Google Maps)

32 Likes

ছবি দেখেই বুঝা যাচ্ছে বেশ সুস্বাদু। শেষ কবে খেয়েছি, ঠিক স্বরণ করতে পারছি না। ধন্যবাদ @Biswajeet869 দাদা। শীঘ্রই ট্রাই করবো। :grinning:

2 Likes

অবশ্যই ট্রাই করবেন @Jahidhasan10299 ভাই।

টাইটেলটা আরেকটু ভিন্ন রকম হতে পারতো যেমন মধ্য বুঝে চেখে দেখা নরম খিচুড়ি।

ল্যাটকা কথাটা একটু কেমন যেন মনে হয় এবং এটা ট্রান্সলেট করলে পুরোপুরি ব্যাপারটার বহিঃপ্রকাশ হয় না বলে আমার মনে হল @Biswajeet869

5 Likes

ঠিকই বলেছেন @Biswajeet869 , ল্যাটকা খিচুড়ি বাড়ির বাইরে দেখাই যায় না। ধন্যবাদ শেয়ার করার জন্য। পরিবেশন টা দেখেই লোভ লাগছে খুব।

1 Like

ধন্যবাদ @Biswajeet869 ভাই। কানেক্টে খিচুড়ির স্বাদ ভোগ করানোর জন্য :smiling_face_with_three_hearts:

1 Like

মধ্য বুঝে চেখে দেখা নরম খিচুড়ি!! এটার মানে কি? @MahabubMunna

ধন্যবাদ @MahabubMunna ভাই। একটু অন্য ভাবে দিলাম।

এ রকম খিচুড়ি রেস্টুরেন্টে সচারাচর দেখা যায়, আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ @Biswajeet869

2 Likes

The food looks like a comfort food @Biswajeet869 . I am sure it was tasty.

Keep Guiding!

1 Like

Thank you for your nice words :slightly_smiling_face: @AnithaM

@Biswajeet869 ল্যাটকা খিচুড়ি শিরোনামে যেমনটা স্বাদ ছিলো এই নতুন নাম টায় কেমন যেন পোস্ট এর স্বাদ একটু পানসে হয়ে গেছে। আমার ব্যক্তিগত মতামত।

1 Like

খিচুড়ির স্বাদ খুবই ভালো ছিলো @NahidHossain । ভালোবাসা নিবেন, ধন্যবাদ ।

1 Like

দেখতে যেমন , খেতেও তেমনি সুস্বাদু @KhokonSharker

1 Like

Thank you for your nice words :slightly_smiling_face: @Shakilbd0

1 Like

ভালোবাসা অবিরাম @Biswajeet869 ভাইজান :blush:

1 Like

@Biswajeet869 গরুর মাংস দিয়ে এই খিচুড়ি খাওয়া অনেক মজার। কিন্তু দাম দেখে অনেক বেশি মনে হল। অতিরিক্ত দাম।

1 Like

@NahidHossain আমারও তাই মনে হচ্ছিলো। কিন্তু ট্রান্সলেট এ ঠিক করে দেখাচ্ছে না। @MahabubMunna ভাই এর কমেন্ট দেখে এটা পরিবর্ততন করে দিলাম।

1 Like

মধ্য ভোজে চেখে দেখা নরম খিচুড়ি লিখতে দিয়ে বানান ভুল হয়ে গেছে গুগল ভয়েজে @NahidHossain @Biswajeet869

4 Likes

@Biswajeet869 স্বাগতম ভাই :heart: :heart: :heart:

1 Like