মিটাপ ভেন্যুর স্থাপত্যশৈলী

গত ০৫ই আগষ্ট ২০২২ খ্রিস্টাব্দ দিনটি ছিলো অন্যন্য, সেদিন Bangladesh Local Guides এর পক্ষ থেকে আয়োজন করা হয় Connect Day Bangladesh-2022 ১৯০ তম মেগা মিটাপ। মিটাপের জন্য নির্বাচন করা হয় নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় দাউদপুর ইউনিয়নের ঐক্যতান ইকো-রিসোর্ট (জিন্দা পার্ক)।

মিটাপের গ্রুপ ছবি

এখানকার স্থাপত্যশৈলীর নকশা, আকার, পরিবেশগত দিক, প্রযুক্তিগত, সামাজিক ও নান্দনিক বিষয় বিবেচনা করে জিন্দা পার্ক সত্যিই অন্যন্য। পোড়া মাটির লাল ইট, খিলানযুক্ত দেয়াল, পাথরের গুঁড়ার তৈরি ব্লক, কাঠ, গাছের গুঁড়ি, কাচ, পোড়ামাটির ফলক এর স্থাপনা গুলোকে করেছে অন্যন্য। আর এগুলোকে তুলে ধরাই আজকের ক্ষুদ্র প্রয়াস।

লিটল এনজেলস সেমিনারি (স্কুল)

শ্রেণি কক্ষ (স্কুল)

স্কুলের পিছন সাইড

গ্রন্থাগার

মসজিদে সম্মুখের দৃশ্য

মসজিদে দক্ষিণের দৃশ্য

পোড়া মাটির ফলক (মসজিদ)

মহিলাদের নামাজের স্থান

মাটির তৈরি ঘর

কলেজ ভবনের সামনের দৃশ্য

দোকান

হস্ত-শিল্প পন্য বিক্রয় কেন্দ্র

স্মৃতিস্তম্ভ

মহুয়া রেস্তোরাঁ

দৃষ্টিনন্দিত বসার স্থান

ক্যাকটাস হাউজ

56 Likes

আপনার ছবিগুলো ভালো হয়েছে।

3 Likes

সুন্দর এই তথ্য গুলি

1 Like

ধন্যবাদ @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ভাই।

ধন্যবাদ @MonirHB ভাই।

1 Like

খুবই সুন্দর ছবি গুলো @ImranHossain_BDLGs :heart:

2 Likes

অনেক অনেক ধন্যবাদ @AzijulhakimS ভাই।

1 Like

Very good pictures @ImranHossain_BDLGs well done :+1: .

2 Likes

অনেক অনেক ধন্যবাদ @Mukul_Anand ভাই।আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসা সবসময়ই কাম্য।

1 Like

অনেক ছবি। সুন্দর হয়েছে।

3 Likes

অনেক অনেক ধন্যবাদ @rashedul-alam ভাই।

অনেক অনেক ধন্যবাদ @rashedul-alam ভাই।

অনেক শিক্ষনীয় একটা মিটআপ ছিলো। জায়গাটাও অনেক সুন্দর ছিলো।

1 Like

আপনার সবগুলোই ছবি অসাধারণ ভাই,

এতো সুন্দর সুন্দর ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ। @ImranHossain_BDLGs

1 Like

অনেক অনেক ধন্যবাদ @jakiripsc ভাই, আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণা সবসময়ই কাম্য।

অনেক অনেক ধন্যবাদ @Shakilbd0 ভাই, আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণা সবসময়ই কাম্য।

1 Like

@ImranHossain_BDLGs আপনাকেও স্বাগতম ভাই :heart: :heart: :heart:

1 Like

@ImranHossain_BDLGs

সম্পূর্ণ মিটআপ ছবি সহ খুব অল্পতে বর্ণনা করেছেন, উপস্থিত না থেকেও অনেক কিছু জানলাম, ধন্যবাদ আপনাকে।

1 Like

অনেক অনেক ধন্যবাদ @AbubakarCtg6027 ভাই। আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসা সবসময়ই কাম্য।