বাইতুল আমান জামে মসজিদ নামে খ্যাত এই গুঠিয়া মসজিদ টির অবস্থান বরিশাল জেলার উজিরপুর উপজেলায়।মসজিদের নির্মাতা হচ্ছেন এস. সরফুদ্দিন আহম্মেদ।যিনি চাংগুরিয়াগ্রামের একজন ব্যবসায়ী।
মার্বেল পাথর দ্বারা তৈরী এই মসজিদটির নির্মাণ কার্যক্রম শুরু হয় ২০০৩ সালে।এবং মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় ২০০৬ সালে।মসজিদের নির্মাণ কাজে ব্যয় হয় ২০ কোটি টাকা।
মসজিদটিতে ২০ হাজার এর অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ঈদগাহ্ ময়দান রয়েছে।
কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডান দিকে রয়েছে বড় পুকুর। পুকুরের পশ্চিম দিকেই মুলত মসজিদটির অবস্থান এবং এর মিনারটির উচ্চতা প্রায় ১৯৩ ফুট।এছাড়া মসজিদটির সীমানার মধ্যে রয়েছে এতিমখানা,গাড়ি পার্কিং ব্যবস্থা এবং বিভিন্ন প্রজাতির ফুলের বাগান।
সর্বোপরি খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই গুঠিয়া মসজিদ।রাতের সময়ে মসজিদ টা দেখতে অনেক বেশি ভালো লাগবে।