রাঙ্গামাটির চাং পাং রেস্টুরেন্ট

রাঙ্গামাটি ট্যুর যখন কেউ যাবেন তখন আপনাদেরকে খাবার খাওয়ানোর জন্য চাং পাং রেস্টুরেন্টে এই নিয়ে যাওয়া হবে যদি কোন ট্যুর গ্রুপের সাথে যান। এটি রাঙ্গামাটির বালুখালী ইউনিয়নে পড়েছে। এখানে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে ব্যাম্বু চিকেন। তার সাথে এখানে কাচকি মাছের ভর্তা আর ডাল, লাউয়ের তরকারি সহ নানান রকমের সবজি আইটেম পাওয়া যায়। কোন গ্রুপের সাথে গেলে তারাই সেখানের খাবারের সব ব্যবস্থা ম্যানেজ করে দিবে। কিন্তু আপনারা যখন সেখানে নিজেরা ঘুরতে যাবেন তখন আপনাদের আগে খাবারের অর্ডার দিয়ে রাখতে হবে তাহলে তারা আপনাদের জন্য খাবার রান্না করে রাখবে। সেখানকার খাবারের স্বাদ টা অন্য রকম। ওখানে স্টাফরা যারা আছে তাদের ব্যবহার খুব ভালো, খুব সুন্দর নিয়ম-শৃঙ্খলার মাঝেই সবকিছু কিছু চলে। ট্যুর গ্রুপের সাথে যদি যান আপনি এক্সট্রা খাবার নিতে চান তখন আপনাকে আলাদা পে করতে হবে।

রাঙামাটির এই রেস্টুরেন্ট এ যেতে হলে আপনাদের নৌকা ভাড়া করে যেতে হবে।

22 Likes

অসাধারণ পরিবেশ :bangladesh: :heart: :heart: :heart:

1 Like

This post contains many tempting pictures @Marjuk_Hossain :yum: , what’s the difference in the taste of mountain and ordinary mango?

1 Like

আমগুলো কেমন ঝাঝালো। কিন্তু অনেক মিষ্টি, কোন আশ নেই।

Hello @Marjuk_Hossain ,

The Food & Drink board is the place where Local Guides share their own experience with trying unique dishes. That way other members of the Connect community may have the opportunity to discover and learn about great cuisine from different parts of the world. Therefore, I moved your post to the Food & Drink board.

1 Like

Thanks. That was mistakenly done by me.