ঢাকার কোলাহল পূর্ণ জীবনে যানজট আর হর্নের শব্দে যারা অতিষ্ঠ হয়ে উঠেছেন তাদের জন্য কিছুটা সময় প্রকৃতির মাঝে একান্তে কাটানো অনেক আনন্দের ব্যাপার হয়ে ওঠে। এরকমভাবে একান্ত সময় কাটাতে চাইলে আপনি চলে আসতে পারেন ঢাকার অদূরে কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউর পাশেই সারিঘাটে। যেখানে আছে সবুজের ঘেরা পরিবেশ নৌকা ভ্রমন বাহারি রকমের খানা সাথে ঘাসের চাদর। আর শরৎকালের দিগন্ত জোড়া কাশফুলের সমারোহ থাকবেই। মন চাইলে হারিয়ে যেতে পারবেন কাশফুলের সমুদ্রে অথবা চাইলেই পারবেন নৌকা নিয়ে লেকে ঘুরতে কিংবা ঘাসের চাদরে শুয়ে আকাশ দেখতে। এখানে সবুজ শান্ত নিরিবিলি পরিবেশ যে কারো ভালো লাগবে। আপনি হারিয়ে যাবেন গ্রাম বাংলার সেই পরিচিত প্রকৃতির মাঝে। ঢাকা থেকে দিনে যেয়ে দিনেই ঘুরে আসতে পারবেন তাই বন্ধু-বান্ধবদের এবং পরিবার নিয়ে আউটিং এর অন্যতম সেরা আকর্ষণ এখন সারীঘাট।
এখানে সময় কাটানোর জন্য জল ছবির গাঁও জায়গাটা দারুন। মাঝেমধ্যে একতারা দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গানগুলো গাওয়া হয়, আপনি সৌভাগ্যবান হলে হয়তো এটিও পেয়ে যেতে পারেন। তাদের খাবারের পরিবেশনটাও পরিবেশের সাথে বেশ মানানসই। মাটি তৈরি সরাও মাটি তৈরি কাপ এবং কায়াক ও নৌকার ব্যবস্থা আছে। ৩০ মিনিট কায়েকিং জন প্রতি ৭৫ টাকা এবং নৌকাতে ১০ থেকে ১৫ মিনিট ঘুরাবে সেক্ষেত্রে যাত্রী সংখ্যা বুঝে ১০০ থেকে ১৫০ টাকা মতো ভাড়া নিবে। যদিও ভাড়া যাত্রী চাপের উপর নির্ভর করে ছুটির দিনগুলোতে যাত্রী চাপ বেশি থাকার ফলে সবকিছুর ভারাও কিছুটা বেশি হয়ে যায়। তাই প্রকৃতির পূর্ণ মজা নেওয়ার জন্য ছুটির দিন বাদে অন্য যে কোন দিন আসা উচিত।
এছাড়াও আপনি ঘুরে আসতে পারেন কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট থেকে। যেখানে যেতে হলে আপনাকে একটি ঝুলন্ত সেতু পার হতে হবে। যা একটি দারুন অনুভূতি দিবে। এখানে পরিবেশটাও সবুজে ঘেরা খুব সাজানো গোছানো এবং তাদের সার্ভিস খুব ভালো সেই সাথে এখানে নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। কাশফুল গার্ডেন রেস্টুরেন্টই সারিঘাটের লেকের ওপর একটি দ্বীপের মতো জায়গাতে গড়ে উঠেছে যা রেস্টুরেন্টটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
রেস্টুরেন্ট ছাড়াও আপনি বাইরে থেকে নানান রকম ভর্তা দিয়ে চাপটি, ফুচকা, ফিস বারবিকিউ, মিষ্টি পান চা ছাড়াও আরো অনেক ধরনের খাবার পেয়ে যাবেন যা আপনার ঘোরাঘুরির মাঝে আনন্দটাকে বাড়িয়ে দিবে।
মাসলা পান
কিভাবে যাবেন
ঢাকার যেকোনো জায়গা থেকে জুরাইন রেলগেট আসবেন। জুরাইন রেলগেট থেকে পোস্তগোলা ব্রিজের ওই পারে হাসনাবাদে লোকাল সিএনজি ভাড়া ১০ টাকা। হাসনাবাদ থেকে শাড়ীঘাট লোকাল সিএনজি ভাড়া জনপ্রতি ১০ টাকা অথবা রিকশা ভাড়া ২০ টাকা।
অথবা জুরাইন রেলগেট থেকে সারিঘাট সরাসরি সিএনজি ভাড়া 100 টাকা