কি খেলাম কানেক্ট ডে ২০২২ উপলক্ষে!

গত ১৯০ তম মিটাপ এর দিন আমরা দুপুরে কি খেয়েছি! প্রথমে মনে করে ছিলাম নরমাল চিকেন বিরিয়ানির হবে পরে দেখলাম না তার চেয়ে বেশি কিছু।

ফুল প্লেট চিনিগুড়া চাউলের পোলাও।
মুরগির একটি রোস্ট ছিলো অবশ্য এটা রোস্টেড চিকেন না বলে মাসালা চিকেন বলা যায় কারন বেশ মাসালা ঝুল দেয়া হয়েছে,
একটি ডিম ছিলো ভুনা করা
এবং মিক্স বেজিটেবল
২ পিস কাটা শশা এবং এক পিছ লেবু
একটি সফট ড্রিংস এক বোতল মিনারেল ওয়াটার

সকালে যদিও নাস্তা করেই মিটাপ পয়েন্টে গিছি তার পরও সেখানে ছিলো হালকা নাস্তা কলা আর বিস্কিট।

বসার যায়গা ছিলো চমৎকার কেউ চেয়র টেবিলে বসেছে আবার কেউ সবুজ ঘাসের মাঠে বসেছে।

১২ পাউন্ট ওজনের বিশাল সাইজের কেক, এটা সবাই ভাগ করে খেয়েছি.

বিকেলে ছিলো স্নাক্স পেকেটে ১ টি পেটিস, ১ টি পিনাট কাপ কেক, ১ টি স্লাইস কেক।

68 Likes

সুন্ধর পোস্ট করেছেন। খাওয়া নিয়া, সবগুলি খাবার আমার পছন্দের ছিল।

7 Likes

খাবার টা খুবই মজার ছিল। এখানো মুখে লেগে আছে।। :drooling_face: :drooling_face:

6 Likes

খাওয়া দাওয়া নিয়ে ভালো লিখেছেন।

6 Likes

আপনার পোস্ট দেখেতো আবারো খেতে ইচ্ছে করছে :crazy_face::crazy_face::crazy_face:

6 Likes

ধন্যবাদ আপনাদের @nurealam123 @

@Shakilbd0

5 Likes

@Mazharul_BDLG আমি যখন খাইতে গেছি গিয়ে দেখি কেউ নাই। সবাই ঘাস থেকে উঠে চলে গেছে কি আর করার পরে আমরা চারজন টেবিলে বসে খাইলাম।

9 Likes

স্বাগতম ভাই :heart: :heart: :heart:

3 Likes

আমি আর @MohammadPalash ভাই খাবার নিয়ে চলে যায় অনেকটা দূরের একটা ব্যাঞ্চে, কোলাহল মুক্ত জায়গায়, সেখানে গল্প করতে করতে খাই। বেশ মজার ছিল।

5 Likes

@Mazharul_BDLG কেক টা অনেক মজার হয়েছিল।

5 Likes

মিটাপের খাবার থেকে শুরু করে সব কিছু ভালো ছিল।

2 Likes

Le Delicia এর কেক টা টেস্ট খুব ভালো লেগেছে।

1 Like

জায়গাটা যেমন সুন্দর ছিলো, খাবার গুলো ও সুস্বাদু আলহামদুলিল্লাহ।

কেক আমাকে দুই পিস দিয়েছে ভালোবেসে।

@Mazharul_BDLG আপনি কয়পিস খেলেন…?

2 Likes

@Soykot_azam ১ বার পেয়েছি ২য় বার নিতে গেছি দেয় নাই

2 Likes

চমৎকার টপিক…শুভ কামনা

1 Like

@SanjayBDLG ধন্যবাদ দাদা

2 Likes

মাজহার ভাই,

আমার ভাতের প্লেটসহ একটা ছবি ছিলো।

2 Likes

কেক টা এত্ত মজার ছিল। স্বাদে অতুলনীয়। মনে থাকবে সব সময়। লেগে আছে মুখে স্বাদটা।

2 Likes

সুন্দর মুহুর্ত সবার জন্য শুভ কামনা ও শুভেচ্ছা

1 Like

খাবারটা খুব মজার ছিলো। ধন্যবাদ একসাথে তুলে ধরেছেন বলে।