পড়ন্ত বিকেলের অপরুপ নিকলী হাওর
দ্বিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানো, সাথে সাবমারসিবল সড়ক দেখার আনন্দ পেতে চাইলে চলে যান নিকলী হাওরে (Nikli Haor)। নিকলী হাওর কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় অবস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এটি রাজধানী ঢাকা থেকে ১১০ কি.মি. দূরে অবস্থিত।
হাওরের প্রকৃতি দেখার পাশাপাশি বর্তমানে ভ্রমণ প্রিয় মানুষের অন্যতম প্রধান আকর্ষণ মিঠামইন-অস্টগ্রাম-ইটনা সাবমারসিবল সড়ক যা প্রায় ৪৭ কিঃমিঃ দীর্ঘ।
পানিতে দ্বীপের মত ভেসে থাকা ছোট ছোট গ্রাম, রাতারগুলের মত ছোট জলাবন ও খাওয়ার জন্যে হাওরের তরতাজা নানা মাছ, সাবমারসিবল সড়ক । এই সব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলীর অপরূপ হাওর ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মত একটি ভ্রমণ হিসেবে গেঁথে থাকবে
নিকলী হাওরের ছাতার চর
ছাতার চর নিকলী হাওরের অন্যতম আকর্ষণ। এই জায়গাটি অনেকটা সিলেটের রাতারগুলের মতো হওয়ায় মিঠামইন যাওয়ার পুর্বে ছাতার চরের ঠান্ডা পানিতে গা ভিজিয়ে নিতে পারেন।
নিকলী ভ্রমণের উপযুক্ত সময়
হাওরের পানির রূপ দেখতে চাইলে আপনাকে বর্ষাকাল বা তার পর পর যেতে হবে। তাই নিকলী ভ্রমণের উপযুক্ত সময় জুলাই – সেপ্টেম্বর মাস। এছাড়া বছরের যেকোনো সময়ই যেতে পারেন হাওরের রূপ দেখার জন্য।
মিঠামইন অস্টগ্রাম সড়ক
কোথায় খাবেন?
মিঠামইনে খাওয়ার জন্য মোটামুটি মানের কয়েকটি খাবার হোটেল আছে। হাওরের তাজা মাছের নানা পদ দিয়ে ১০০ থেকে ২০০ টাকায় ভরপেট খেয়ে নিতে পারবেন।
কোথায় থাকবেন?
যদি রাতে থাকার প্রয়োজন হয় তাহলে অষ্টগ্রাম বা মিঠামইন সরকারি ডাক বাংলোতে থাকতে পারবেন কম খরচে। বাজেট নিয়ে সমস্যা না থাকলে হাওর ঘিরে সুন্দর রিসোর্ট প্রেসিডেন্ট রিসোর্টে থাকতে পারেন। মিঠামইন ও অষ্টগ্রামে মোটামুটি মানের কিছু বাজেট হোটেল আছে, সেগুলোতেও থাকা যাবে।
Maps Link:
https://maps.app.goo.gl/iQ7zTgQnK2zZrmCb6
ঢাকা থেকে বাসে যাওয়ার উপায়:
ঢাকা থেকে বাসে আসতে চাইলে ঢাকার গোলাপবাগ থেকে যাতায়াত অথবা অনন্যা সুপার বাস সার্ভিসে আসতে হবে। প্রতিদিন ভোর ৫:৩০ থেকে ১৫ মিনিট পর পর বাস ছেড়ে আসে। বাসের ভাড়া জনপ্রতি ২৭০ থেকে ৩০০ টাকা। দিনে ঘুরে রাতের মধ্যে ফিরতে চাইলে আপনাকে অবশ্যই সকাল ৭টার আগেই বাসে রওনা দিতে হবে।
বাসে আসলে সবচেয়ে ভাল হবে কিশোরগঞ্জ এর আগেই কটিয়াদি বাস স্ট্যান্ড নেমে গেলে। ঢাকা থেকে কটিয়াদি আসতে সময় লাগবে ৩ থেকে সাড়ে ৩ ঘন্টা। সেখান থেকে ২২ কিলোমিটার দূরত্বের নিকলী যেতে আপনাকে ৩৫০ থেকে ৪০০ টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করতে হবে। আর যেতে সময় লাগবে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট সময় লাগে।
যে ভাবেই আসেন সারাদিন ঘুরে ফেরার জন্যে আপনাকে বাসেই যেতে হবে। সেই ক্ষেত্রে নিকলী থেকে সিএনজি তে করে কটিয়াদি এসে সেখান থেকে ঢাকা যাওয়ার বাস পাবেন। কটিয়াদি থেকে ঢাকা যাওয়ার শেষ বাসের সময় সন্ধ্যা ৭টা।
সতর্কতাঃ সাতার জানেন বা না জানেন অবশ্যই লাইফ জ্যাকেট পরে পানিতে নামবেন।
যেখানেই ভ্রমণে যাননা কেনো পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।
সবাইকে অনেক ধন্যবাদ।