বানারস হিন্দু ইউনিভার্সিটি।

বানারস হিন্দু ইউনিভার্সিটি, ভারতের উত্তর প্রদেশে অবস্থিত।

লংকা গেট

এটি এশিয়ার অন্যতম বৃহত্তম রেসিডেনসিয়াল ইউনিভার্সিটি। এখানে একসাথে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী ইউনিভার্সিটি হলে থেকে পড়াশোনা করে। বিশাল ক্যাম্পাসে আছে সব রকম সুবিধা।

সুপার কম্পিউটার কমপ্লেক্স

এখানে একটি সুপার কম্পিউটার ও রয়েছে।

সাউথ এশিয়ার অন্যতম বৃহত্তম লাইব্রেরী এখানে রয়েছে।

লাইব্রেরী

ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। ঘুঘু, কবুতর সহ নানা জাতের পাখি রয়েছে।

ময়ুর

এই ক্যাম্পাস ময়ুরের জন্য বিখ্যাত। ক্যাম্পাসে ঢুকলেই ময়ুরের ডাক শুনতে পাবেন। বর্ষার ঢাকে সাড়া দিয়ে পেখম যখন মেলে রঙিন আভায় তারা ক্যাম্পাস মাতিয়ে রাখে। কাঠবিড়ালী সাথে আলাপও হয়ে যাবে এখানে।

গোলাপজামুন

ক্যাম্পাসের ভেতরে হরেক রকম খাবার পাওয়া যায়। তার মধ্যে ছোলা ছমুচা, চা, গোলাপজামুন সহ হরেক রকম মিষ্টি।

এখানে বহু প্রজাতির গাছ রয়েছে, কৃষি গবেষণার জন্য রয়েছে বিশাল কৃষি জমি।

এই বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি সিস্টেম খুব চমৎকার লেগেছে। ক্যাম্পাস জুড়ে রয়েছে। অবসর প্রাপ্ত সেনা সদস্য যারা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকে। তারা তাদের কাজে এতটাই এলার্ট যে তারা তাদের নীতির বহির্ভূত কোন কাজ করে না, ধরুন একজন শিক্ষার্থী কোন অন্যায় করলে তাদের সেটা বাধা দিতে হবে কিন্তু শিক্ষার্থীদের গায়ে হাততোলা বা গালিগালাজের কোন অধিকার নেই তাদের। বাহিরের পুলিশের একসেস নেই এখানে অভ্যন্তরীন নিরাপত্তা বাহিনী সব নিয়ন্ত্রণ করে। বড় কিছু না হলে বাহিরের পুলিশ পর্যন্ত কোন কিছু পৌছায় না (বি.দ্র: অন্যের কাছ থেকে শোনা, পুরোপুরি ঠিক না হলে সংশোধন করে দিবেন)

বিশ্বনাথ মন্দির

নানা ভাষাভাষী, নানা রাজ্যের এবং নানা দেশের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে। সবমিলিয়ে যেন এক টুকরো পৃথিবী।

16 Likes

অনেক শুনেছি, কিন্তু দেখা হয়নি।

আপনার মাধ্যমে দেখা হলো।

ধন্যবাদ @KaisarAhmad ভাই।

যাবার উপায় টা বলে দিলে ভালো হতো।

2 Likes

@Soykot_azam ভাই। একদম সহজ পথ। প্রথমে কোলকাতা যাবেন। সেখানে গিয়ে ফেয়ারলি প্লেস থেকে ফরেন কোঠায় বেনারসের টিকেট কেটে নিবেন। নন এসি স্লিপার ৬২০রুপির মত লাগে। ১২/১৩ ঘন্টায় বেনারস পৌঁছে যাবেন। বেনারস রেল স্টেশন থেকে ২৫ রুপি অটো ভাড়া নিবে। একদম ইউনিভার্সিটি গেট যা লংকা গেট নামে পরিচিত সেখানে নামিয়ে দিবে।

আর ইউনিভার্সিটি এরিয়া থেকে অটোতে ২০ রুপি নিবে গঙ্গা ঘাট দেখে আসতে পারবেন। উপমহাদেশের সবচেয়ে প্রাচীন শহর এটা।

গোধূলিয়া নামক জায়গায় প্রচুর মুসলিম ও বাঙালি পাবেন। ওখানকার বেনারসি পান, রাবরি লাচ্ছি, চাট বিখ্যাত।

2 Likes

সুন্দর লিখেছেন ভাই @KaisarAhmad

Love Is Endless :sparkling_heart: :heart: :rose:

1 Like

@AzijulhakimS Thank you so much bhai

1 Like

Beautiful pictures @KaisarAhmad thanks for sharing it here . Banaras is a very beautiful city with many temples . All the temples are open for everyone , I’m happy that you enjoyed here . I would like to Correct the names of dishes and sweets like gulabjamun , gram samosa etc these are very common sweet dish and snack in India . I would strongly recommend you to explore the Banaras and enjoy this beautiful experience. Thanks :blush:

1 Like

@Mukul_Anand Thank you so much brother.

1 Like

চমৎকার লেখা! :heart: কোনো ভার্সিটিতে ময়ূর ঘুরে বেড়াচ্ছে! দৃশ্যটা চিন্তা করেই ভালো লাগছে :heart: :heart:

অবশ্য বছর শখানেক আগেই আমাদের আশেপাশেই দেখা যেত!

গ্রেট হিমালয় টি-শার্ট দেখে ভালো লাগছে :heart_eyes: :heart: আনন্দময় সফর হোক :heart:

আর ইউনিভার্সিটিতে পুলিশ/ নিরাপত্তার ব্যাপারটা আসলে সব ভার্সিটির ক্ষেত্রেই সেম, কারণ ভার্সিটি স্বায়ত্বশাসিত। সেজন্য কোনো ভার্সিটিতে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে হলে নিয়ম অনুযায়ী আগে অনুমতি নিতে হয়!

1 Like

@anazizullah ধন্যবাদ জানাই ভাই। সব গুলো বিষয় আমার জন্য প্রথম অভিজ্ঞতা ছিল। চমৎকার লেগেছে চমৎকার কেটেছে দিন গুলো।

ইকরামুল হাসান শাকিল ভাইকে চিনবেন হয়তো। একমাত্র বাংলাদেশী হিসেবে উনি গ্রেট হিমালায়ান ট্রেইল হাঁটতে বেরিয়েছেন। উনার অভিযান এর টি শার্ট এটা।

উনি যাওয়ার আগে আমাকে এই টি শার্টটা গিফট করেন। তাই এটা পড়েই বেশি সময় ঘুরেছি বানারস এ। ভ্রমন আর লোকাল গাইড হিসেবে আপনি অত্যন্ত দক্ষ ফেসবুকে এড থাকতে পারলে আপনাকে আরো জানার সুযোগ পেতাম।

1 Like

@KaisarAhmad অসংখ্য ধন্যবাদ

হ্যাঁ, শাকিল ভাইকে চিনি ভার্চুয়ালি। ফেসবুকে আমাদের বাংলাদেশ লোকাল গাইডসের গ্রুপে যুক্ত হতে পারেন, ওখানেই সবাই আছি।